জলাবদ্ধতায় নগর জীবন বিপর্যস্ত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড

টানা বৃষ্টিপাতে গতকাল নগর জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে ২০৪.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। গত ১৫ বছরের এটা রেকর্ড বৃষ্টিপাত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃষ্টিতে অধিকাংশ এলাকার জলাবদ্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। রাস্তা ঘাট জলমগ্ন হয়ে পড়ায় যানজটেও পড়তে হচ্ছে নগরবাসীকে।গতকাল মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাসা বাড়ী ও সড়ক পানিতে নিমজ্জিত। ছড়া ও খাল উপচে বৃষ্টির পানি রাস্তাঘাট ও বাসা বাড়িতে উঠে যায়। এর মধ্যেও কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পরিমাণ পানি জমে যায়। সকালে অঝোর ধারায় বৃষ্টিপাতের ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিস-আদালতে গমনকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির কারণে সকালে যানবাহনের সংখ্যাও ছিল কম। এতেও লোকজন দুর্ভোগের শিকার হন।সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, গতকাল মঙ্গলবার ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত (২৪ ঘন্টায়) ২০৪১.১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবার গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছে ১০২.৪ মিলি মিটার। তিনি জানান, ২০০০ সালের আগষ্ট মাসে এধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই সময়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৯৬৮ মিলিমিটার। আর এ বছরের আগস্ট মাসের বৃষ্টিপাতের পরিমাণ ৯৩৪ মিলি মিটার। স্বাভাবিক অবস্থায় মাসে বৃষ্টিপাতের পরিমাণ ৬১৩ মিলিমিটার বলে তিনি উল্লেখ করেন। তবে, দু’ একদিনের মধ্যে বৃষ্টিপাত কমে আসবে বলেও জানান তিনি।এদিকে, টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নগরবাসীর অভিযোগ বর্ষা শুরু হওয়ার আগ থেকেই ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করার তাগিদ দেয়া সত্বেও সিটি কর্পোরেশন বাস্তব সম্মত পদক্ষেপ নেয়নি। ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে মন্তব্য করেন। নগরবাসী জলাবদ্ধতা থেকে রক্ষায় ছড়া খাল উদ্ধার অভিযানের নামে বিপুল অর্থ খরচ করলেও এর সুফল পাচ্ছেন না বলেও অভিযোগ করেন।গতকাল নগরীর উপশহর, শিবগঞ্জ, লামাপাড়া, লাকড়ীপাড়া, সোনারপাড়া, সেনপাড়া ভাতালিয়া, তালতলা, জামতলা, দাঁড়িয়াপাড়া, লামাবাজার, বিলপার, সুবিদবাজার, বনকলাপাড়া, মিরাবাজার যতরপুর, মাছিমপুর, জালালাবাদ হাউজিং এস্টেট লোহার পাড়া, বাঘবাড়ি, কুয়ারপাড়, চারাদিঘীর পাড়, রায়নগর, কলবাখানী যতরপুর, লালদিঘীরপাড়, হকার্স মার্কেট, পাঠানটুলা, ঘাসিটুলা, কাজলশাহ সহ বিভিন্ন এলাকার মানুষ জলাবদ্ধতার কবলে পড়ে। এমনকি জলাবদ্ধতা থেকে বাদ যায়নি আদালত চত্বরও।উপশহর সি ব্লকের বাসিন্দা মোস্তফা সাজ্জাদ নাসের জানান, ড্রেন উপচে বাসায় পানি উঠায় তারা চরম দুর্ভোগে রয়েছেন। সি ব্লকের ৩৭, ৩৮ ও ৩৯নং সড়ক পানিতে নিমজ্জিত রয়েছে বলেও জানান তিনি। টানা বর্ষনে মেন্দীবাগ মাছিমপুর সড়কের কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানি রয়েছে বলে জানান, প্রবীণ সাংবাদিক আতাউর রহমান আতা। নগরীর লাকড়ীপাড়ার বাসিন্দা স্কুল শিক্ষার্থী এহসানুল হক অভি ও সানজিদা হক এশা জানান, পরীক্ষা শুরু হওয়ায় রাস্তায় কোমর পানি মাড়িয়ে দু’দিন ধরে আতাদেরকে স্কুলে যেতে হচ্ছে। কুয়ারপাড় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, জলাবদ্ধতায় তারা অনেকেই বাসা বাড়ীতে বন্দিদশায় রয়েছেন। বৃষ্টিপাত বন্ধ না হলে তারা আরো কষ্টের সম্মুখীন হতে পারেন বলেও আশংকা করছেন। পাঠানটুলার বাসিন্দা শওকত জানান, জলাবদ্ধতার কারণে রাস্তাঘাটে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে ঝুঁকি যানবাহন চলাচল করছে। যে কোন সময় বড় দুঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা করেন তিনি।যোগাযোগ করা হলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব টানা বৃষ্টিপাতে নগরীর কয়েকটি স্থানে জলাবদ্ধতার কথা স্বীকার করেন। তবে, সিটি কর্পোরেশনের লোকজন ড্রেন পরিস্কার কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান। তিনি আরো উল্লেখ করেন, জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেতে সপ্তাহ খানেক আগে গাভিয়ার খালে কাজ শুরু হয়েছে। এতে ১১ লাখ টাকা ব্যয় হবে। এ খালের কাজ সম্পন্ন হলে ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের লোকজন উপকৃত হবেন বলেও তিনি মন্তব্য করেন। এর আগে মেয়রের তত্ত্বাবধানে ছড়া ও খাল উদ্ধার কার্যক্রম পরিচালিত হয় বলেও জানান তিনি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *