Daily Archives: September 8, 2015

পানি স্বার্থে ছাড় দিচ্ছে না ভারত

জহিরুল ইসলাম: হয়নি ফারাক্কার সমস্যার সমাধান, তিস্তা সমস্যার সমাধান অনেকদূর এগুলেও হয়নি সমাধান। এরপর আবার ব্রহ্মপুত্র নদী নিয়ে চলছে ষড়যন্ত্র। ভারত সরকার সে দেশের ৩০ নদ-নদীর আন্ত:সংযোগ ঘটানোর এক পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী ৭ থেকে ১০ বছরের মধ্যে ভারত এ প্রকল্প বাস্তবায়ন করবে। বিশেষজ্ঞরা বলছেন, এ প্রকল্প শুধু বাংলাদেশ নয়, ভারতের জন্যও ধ্বংসাত্মক। অনুসন্ধানে আরো জানা গেছে, ভারত একটি আন্ত:নদী সংযোগ প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে তারা ব্রহ্মপুত্র অববাহিকার নদীগুলোর পানি ভারতের পশ্চিমে রাজস্থান ও গুজরাট এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে নিতে চায়। ব্রহ্মপুত্র নদের তিস্তা অববাহিকায় ভারত কয়েক ডজন ড্যাম নির্মাণের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের উত্তরবঙ্গসহ অনেক অঞ্চল মরুভূমিতে পরিণত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ...

৪৮৭ উপজেলায় একযোগে ইন্টারনেট উইক

প্রতিবছর ১ কোটি ইন্টারনেট গ্রাহক তৈরির লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং গ্রামীণফোনের আয়োজনে ৫ থেকে ১১ সেপ্টেম্বর বড় তিনটি এক্সপোসহ বাংলাদেশের ৪৮৭টি উপজেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই ইন্টারনেট উইক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, দেশব্যাপী ইন্টারনেট উইকে অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, ওয়েব পোর্টাল, ডিভাইস নির্মাতাসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান। ‘বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫ উপলক্ষে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “সরকার দেশের ইন্টারনেটের প্রবৃদ্ধি বাড়াতে ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দিতে ২০১৮ সাল নাগাদ প্রতিটি ইউনিয়ন পর্যন্ত দ্রুতগতির ব্রডব্যান্ড ...

কঠিন জর্ডান-পরীক্ষা, দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাঠে বড় ব্যবধানে হারের ধাক্কা ও ক্লান্তি কাটিয়ে উঠতে না উঠতেই বাংলাদেশের সামনে আরেকটি কঠিন পরীক্ষা। তবে বিশ্বকাপ বাছাই পর্বে এবারের লড়াইটি শক্তির বিচারে এগিয়ে থাকা জর্ডানের বিপক্ষে হলেও মাঠে নামার আগেই হারতে রাজি নন মামুনুল ইসলাম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি ঘরের মাঠে, চেনা পরিবেশ আর নিজেদের সমর্থকদের সামনে বিশেষ কিছু করে দেখানোর প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের। কোচ লোডভিক ডি ক্রুইফ জর্ডানকে কঠিন দল মানলেও মাঠে ভালো কিছু করার আশা ছাড়ছেন না। র‌্যাঙ্কিং বা ফুটবল শক্তি, সবদিক থেকেই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে জর্ডান। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডান ৯১তম স্থানে আছে। আর বাংলাদেশের অবস্থান ১৭৩তম। ২০১৮ সালে রাশিয়ায় হতে যাওয়া বিশ্বকাপের বাছাই পর্বেও জর্ডান ও ...

সর্বনিম্ন মূল বেতন ৮২৫০, সর্বোচ্চ ৭৮ হাজার

সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার, যাতে বেতন বেড়েছে গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ। এ কাঠামোতে বিসিএস পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে যোগ দেওয়া একজন চাকরিজীবীর মূল বেতন হবে মাসে ২২ হাজার টাকা, যা আগের কাঠামোতে ১১ হাজার টাকা ছিল। এর সঙ্গে যুক্ত হবে এলাকা অনুযায়ী বাড়িভাড়া এবং গ্রেড অনুযায়ী চিকিৎসা ও অন্যান্য ভাতা। ২১ লাখ সরকারি চাকরিজীবী এই হারে মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। আর ২০১৬ সালের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অষ্টম বেতন কাঠামো অনুমোদন করা হয়। এর সঙ্গে ...

রশিদপুর গ্যাস ক্ষেত্রে আরও ৩টি কূপ খনন হবে প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে

মোঃ জামাল হোসেন লিটন- বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রে আরও ৩টি কূপ খনন করা হবে। ইতোমধ্যেই কূপ খননের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে। আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে খনন কাজ শুরু হবে। বিশেষজ্ঞদের অভিমত, ২০১৭ সালের শেষ দিকে নতুন কূপগুলো থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে। জানা গেছে, ২০১৪ সালের ২৯ আগস্ট রশিদপুর গ্যাস ফিল্ডের ৮নং কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। এতে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। সবমিলিয়ে রশিদপুর গ্যাস ফিল্ড থেকে বর্তমানে দৈনিক ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। উল্লেখ্য, ৮নং কূপ খননের পর নতুন করে আর কোন কূপ এখানে খনন করা হয়নি। বর্তমানে যে ...

প্রেমিকার অভিযোগে প্রেমিক আটক

জাকারিয়া চৌধুরী -দীর্ঘ ৪ বছর প্রেমের পর বিয়ে না করায় হিন্দু থেকে মুসলমান হয়ে প্রেমিকা এখন দিশেহারা হয়ে পড়েছে। পরিবার থেকে বিতারিত ওই প্রেমিকা প্রেমিকের হাত ধরে পালিয়ে আসলেও টাই হয়নি প্রেমিকের ঘরে। জানা যায়, চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র হৃদয়ের সাথে দীর্ঘ ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে ঢাকা যাত্রাবাড়ী এলাকার দিপু রায় চৌধুরীর মেয়ে পিয়ারা রায় চৌধুরীর। তাদের প্রেমের সম্পর্ক গভীর হওয়ায় এক জন আরেকজনকে পেতে মরিয়া হয়ে উঠে। প্রেমের টানে পিয়ারা হিন্দু থেকে মুসলমান হয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে আসলেও সম্প্রতি বিয়ে করতে রাজি হয়নি প্রেমিক। এদিকে গত বুধবার রাতে প্রায় দেড় টার দিকে প্রেমিকার অভিযোগে সদর থানার এসআই একেএম রাসেলের নেতৃত্বে একদল পুলিশ ...

হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছনা ॥ বখাটে রাহুলকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে

খন্দকার আলাউদ্দিন - হবিগঞ্জে স্কুলছাত্রীকে লাঞ্চিত করার ঘটনায় আটক কিশোর রাহুলকে টঙ্গি কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার দুপুরে হবিগঞ্জ থানা থেকে জেলা শিশু আদালতে নিয়ে গেলে বিচারক মোঃ আতাবুল্লাহ পুলিশ ফরওয়ার্ডিংয়ের ভিত্তিতে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন। এ সময় অভিযুক্ত রুহুল আমিন রাহুলের (১৬) বাবা মা বা কোনো স্বজন আদালতে উপস্থিত ছিলেন না। অপরদিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নিরাপত্তাজনিত কারণে রাহুলকে তার জিম্মায় নিতে রাজি হননি। গত বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে দিনদুপুরে লাঞ্চিত করার ভিডিও প্রকাশ হলে হবিগঞ্জসহ দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। পরদিন শুক্রবার তাকে গ্রেফতার করার জন্য শহরে সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করে। ওই দিন দুপুর ...

বানিয়াচঙ্গ তারাসই স্কুলের ক্লাস রুমে বন্যার পানি ॥ পাঠদান বন্ধি

ন্নজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের তারাসই সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩৫টি বাড়ি বন্যার পানি উঠে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অনেক পরিবারই বাড়িঘর ছেড়ে আত্বীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। ০৬ সেপ্টম্বর বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি সচিব মোঃ জিলু মিয়াকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্থ বাড়িগুলি সরজমিন পরিদর্শন শেষে তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকদের সাথে দুপুর ১২ টায় প্রধান শিক্ষকের কক্ষে স্কুলের এপ্রোচ রোড, শিশু শ্রেণি, ১ম ও ২য় শ্রেণি কক্ষ বন্যার পানি উঠে যাওয়ায় ক্লাস পরিচালনা বিষয়ে এক মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। সভার সিদ্ধান্তক্রমে শিশু শ্রেণি, ১ম ও ২য় শ্রেণি ছাত্রদেরকে আপাতত স্কুলে না পাঠানোর জন্য জানিয়ে দেওয়া হয়। ৩য়, ৪র্থ ...

চুনারুঘাটে ইন্টারনেট সপ্তাহ শুরু আজ থেকে ডিজিটাল মেলা

স্টাফ রির্পোটার - উপজেলা প্রশাসন ও আইসিটি মন্ত্রনালয়ের উদ্যোগে সারা দেশের ন্যায় চুনারুঘাটে ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার ও মঙ্গলবার চুনারুঘাটে দুদিন ব্যাপী ডিজিটাল মেলার আয়োজনা করা হয়েছে। জেলা প্রশাসক সাবিনা আলম এ মেলা উদ্বোধন করার কথা রয়েছে। মেলায় উপজেলার ১০টি ইউআইএসসি ছাড়াও ১৮টি স্টল অংশ নিচ্ছে। এতে চুনারুঘাটে অনলাইন মিডিয়া ও সাংবাদিকদের জন্য একটি স্টল রাখা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানান। তিনি জানান, মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের ইন্টারনেট বিষয়ে সচেতনতা তৈরী ও ডিজিটাল সেবা বিষয়ে ধারনা দেওয়া হবে। মেলার দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের জন্য রয়েছে কুইজ প্রতিযোগিতা। মিট দ্যা প্রেসে চুনারুঘাট ...

ঢাকা-সিলেট মহাসড়ক ঝুঁকিপূর্নদুর্ঘটনার আশংকায় মাধবপুরের সোনাই ব্রীজ

হীরেশ ভট্টাচার্য্য হিরো -ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীর উপর ব্রীজটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগ সাইনবোর্ড লাগিয়ে ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু কে শুনে কার কথা। প্রতিদিন এ ব্রীজের ওপর দিয়ে শত শত ভারী যানবাহন চলাচল করছে। সড়ক ও জনপথ বিভাগ সাইন বোর্ড দিয়েই দায় এড়িয়ে গেছেন। ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণের কার্যত কোনো পদক্ষেপ নেই। এতে করে ব্রীজটি দিন দিন আরো ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। পাথর, বালি সহ মালবোঝাই ট্রাক টেঙ্কলড়ি সহ বিভিন্ন যানবাহন বিনা বাধায় ব্রীজের ওপর দিয়ে চলাচল করছে। এ অবস্থায় যে কোনো সময় ব্রীজ ভেঙ্গে সিলেটের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া আশংকা করছেন জনসাধারণ। প্রায় দুই বছর ...

স্কুল ছাত্রী নির্যাতনের প্রতিবাদবালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি - স্কুলছাত্রীকে নির্যাতনের প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পযর্ন্ত ওই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন-হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ও হবিগঞ্জ মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-হবিগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নজমুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক সভাপতি সৈয়দ কামরুল হাসান, বাহুবল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শামসুর জামান মাসুদ, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল লেইছ, জেলা বাসদ সমন্বয়ক হুমায়ুন খান, কমিউনিস্ট পার্টির সেক্রেটারি পীযুষ চক্রবর্তী, হবিগঞ্জ ...

হবিগঞ্জ পাইকপাড়া একটি ডুবা থেকে মুয়াজ্জিনের ভাসমান লাশ উদ্ধার

আখলাছ আহমেদ প্রিয় - হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ার রতনপুরের একটি ডুবা থেকে ইউসুফ আলী (৪৫) নামে স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। তিনি শায়েস্তাগঞ্জের বাতাসর গ্রামের তুরাব আলী পুত্র। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকাল ৭ টায় পাইকপাড়ার রতনপুুর মসজিদ সংলগ্ন একটি ডুবায় ইফসুফ আলীর মৃত দেহটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন সদর মডেল থানায় খবর দিলে এস আই মিজানের নেতৃত্বে একদল পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত ইউসুফ দীর্ঘদিন ধরে রতনপুর জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন। তার এই রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মিরপুর দক্ষিণ অঞ্চলে পুলিশ টহল জোরদার করায় ডাকাত আতংক কিছুটা কেটেছে

নুর উদ্দিন সুমন - ডাকাত ধরারজন্য একটি বিশেষ কমিটি গঠনের পরামর্শ দেন কুটান্দর বিশেষ আইন শৃংখলা সভায় পুলিশ ক্যাম্প করার সিদ্ধান্ত নেন। গত শনিবার থেকে পুলিশ টহল জোরদার করা হবে ফদ্রখলা, কোটান্দর, মির্জাটুলা, গুরুত্বপুর্ন প্রত্যেকটি পয়েন্টে পুলিশ টহল থাকবে। ডাকাত ধরা পড়লে দ্রুত থানা পুলিশের সহযোগিতা নেয়ার জন্য বলেন ওসি মোশারফ হোসেন। মিরপুর দক্ষিনাঞ্চলের ডাকাতদের আতংকে যুবতি মেয়েরা অনেকেই বাড়ি ঘড় ছেড়ে আতœীয় স্বজনেরর বাড়িতে অবস্থান করছে। ডাকাত প্রতিরাতে অবিনব কায়দায় প্রবাসী, চাকুরীজীবী ব্যবসায়ীর ঘরে হানাদিয়ে আসছে। গত কাল বৃহঃপতিবার বিকাল ৪ টায় কোটান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বিষয়ের উপর এলাকার সচেতনতার উপর এক আইন শৃঙ্খলা মিটিং করা হয়। মিরপুর ইউ নিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মাসুদ মিয়ার পরিচালনায় উপজেলা ...

শায়েস্তাগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ হাসপাতালে পুলিশ প্রহড়ায় চিকিৎসা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি - শায়েস্তাগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে এক কিশোরীকে ধর্ষন করেছে লম্পট এক মাইক্রোবাস চালক। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পুলিশ প্রহড়ায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পর থেকেই লম্পট পালিয়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার হরিতলা গ্রামের জনৈক কিশোরী কন্যার সাথে কদ্দুছ মিয়া নামে এক মাইক্রোবাস চালকের সম্প্রতি পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বুধবার লম্পট কদ্দুছ মিয়া তাকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে নিয়ে আসে। এক পর্যাযে সে অজ্ঞাতস্থানে রেখে কিশোরীকে ধর্ষণ করে তার মামার বাড়ি বাহুবল উপজেলার চারগাঁও গ্রামে রেখে চলে আসে। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ রাত ১২টার দিকে তাকে উদ্ধার করে সদর ...

“এক পলক”

সপ্তাহের আলোচিত ঘটনা নিয়ে এক পলক গত এক সপ্তাহের জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও আলোচিত সংবাদ নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন “এক পলক”। গত সপ্তাহে এক পলক প্রচার হওয়ার পর ব্যাপক সাড়া পাওয়া যায়। পাঠক মহলে ব্যাপক সাড়া পাওয়ার পর আবারও আমরা উপস্থাপন করছি সপ্তাহে আলোচিত ঘটনা নিয়ে। উপস্থাপন করেছেন আমাদের স্টাফ রিপোর্টার কাজী মাহমুদুল হক সুজন।ভূয়া স্বামী স্ত্রী আটক য় হবিগঞ্জ সদর তলীর বহুলা এক বাসা থেকে ভূয়া স্বামীকে আটক করেছে সদর থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মোফাচ্ছের ও ঢাকা যাত্রাবাড়ীর এলাকার রিয়া রায় চৌধুরী (২০) আটক করে। তারা একে অপরকে ভালবেসে বহুলায় এক বাসা স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া থাকত। তবে আটকের ...

সৌদি প্রবাসী হাছান আলীর ইন্তেকাল, প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া

মোঃ মিজানুর রহমান, সৌদি আরব - সৌদিআরব মক্কা নগরীর অতি পরিচিত বাঙ্গালী নাম হাছান আলী। প্রায় দীর্ঘ ত্রিশ বছরের প্রবাস জীবন কাটিয়েছেন এই পবিত্র মক্কা নগরীতে। হাছান ভাই নামে এক নামে সবাই তাকে চিনত। গত ৩১ আগষ্ট সোমবার হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে তাৎকনিক সহানীয় জাবালে নূর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে প্রায় ৩০ মিনিটের মধ্যেই হার্টষ্টোক করে মারা গেছেন বলে কর্তব্যরত ডাক্তারগন জানান। ইন্না.ওয়া.রাজি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০। হাছান আলীর মৃত্যুর কিছ্ক্ষুনের মধ্যেই প্রবাসী ফেইসবুক বন্ধুরা এ সংবাদ প্রচার করেন পুরো সৌদিআরব তথা বিভিন্ন দেশে অবসহানরত বাঙ্গালীদের কাছে। ফেইসবুক ব্যবহারকারী সকলেই মৃত হাছান আলীর আত্মার বিদ্রেহী মাগফেরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে হাছান ...

সাটিয়াজুরী কৃষ্ণপুর মঠ মন্দিরে জন্মাষ্টমী পালন

অনু দে--চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অবস্থিত শ্রী রামকৃষ্ণ মঠ মন্দিরে গত শনিবার শুভ জন্মাষ্টামী পালন করা হয়েছে। এ উপলক্ষে মন্দিরে পুজা অর্চনা, হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞের আয়োজন করা হয়। তাছাড়া ও আলোচনা সভা, শ্রীকৃষ্ণ পূজা, কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টামী হিসাবে পালন করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গবিন্দ্র ঠাকুর, দিরেন্দ্র দেবনাথ, ডাঃ নির্মল দেবনাথ (স্বপন)। তাছাড়া অনুষ্ঠান পালনকালে পরিদর্শন করেছেন সাটিয়াজুরী ইউ/পি চেয়ারম্যান এডভোকেট সরকার মোঃ শহীদ, মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট শাখার সেক্রেটারী সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন ও ইউ/পি মেম্বার ডাঃ হাবিবুর রহমান। সুন্দর ও সুষ্টভাবে অনুষ্ঠানটি পালন করায় কৃতজ্ঞতা জানিয়েছেন ডাঃ নির্মল দেবনাথ (স্বপন)।

তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্য মুল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদে চুনারুঘাটে ইসলামী ফ্রন্ট মানববন্ধন

এস এম সুলতান খান ॥ সরকার অসচল মানুষের উপর দায় চাপিয়ে দেওয়ার জন্য তেল, গ্যাস, বিদ্যুৎসহ দ্রব্য মুল্যের বৃদ্ধি করেছে। এর প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার উদ্দেগ্যে গতকাল রবিবার বিকাল ৪টায় চুনারুঘাট মধ্যবাজারে এক মানববন্ধন করেছে। মানববন্ধনে প্রধান অতিথি রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা মুসলিম খানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি কাজী মাওলানা আবুল খয়ের শানু, উপজেলা সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াকুত মিয়া, মাওলানা আব্দুর কাদির, মাওলানা কবির আহম্মদ, মাওলানা আজিজুর রহমান সোহাগ, ইসলামী ছাত্রসেনা সাবেক উপজেলা সভাপতি আজিজ ইকবাল, মাওলানা শাহিন আলম, মাওলানা সফিক মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা সভাপতি মোহাম্মদ মামুনুর ...