হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছনা ॥ বখাটে রাহুলকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে

খন্দকার আলাউদ্দিন – হবিগঞ্জে স্কুলছাত্রীকে লাঞ্চিত করার ঘটনায় আটক কিশোর রাহুলকে টঙ্গি কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার দুপুরে হবিগঞ্জ থানা থেকে জেলা শিশু আদালতে নিয়ে গেলে বিচারক মোঃ আতাবুল্লাহ পুলিশ ফরওয়ার্ডিংয়ের ভিত্তিতে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন। এ সময় অভিযুক্ত রুহুল আমিন রাহুলের (১৬) বাবা মা বা কোনো স্বজন আদালতে উপস্থিত ছিলেন না। অপরদিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নিরাপত্তাজনিত কারণে রাহুলকে তার জিম্মায় নিতে রাজি হননি। গত বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে দিনদুপুরে লাঞ্চিত করার ভিডিও প্রকাশ হলে হবিগঞ্জসহ দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। পরদিন শুক্রবার তাকে গ্রেফতার করার জন্য শহরে সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করে। ওই দিন দুপুর সোয়া ১টায় হবিগঞ্জ সদর উপজেলা রিচি গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়। গত ২৬ আগস্ট এই ঘটনা ঘটলেও ভিডিওটি ফেসবুকে আপলোড হওয়ায়। গত ৪ সেপ্টেম্বর সবাই জানে। ঘটনার দিনের কথা উল্লেখ করে মেয়েটি জানায়, ২৫ আগস্ট তার এক বান্ধবীকে রুহুল আমীন মের প্রস্তাব দিলে বান্ধবীটি তার ভাইকে জানায়। এ নিয়ে রুহুল আমীনকে শাসিয়ে দেয়। পরদিন এ নিয়ে রুহুল আমীন মেয়েটির মামাকে বিচার দেয় যে মেয়েটি বিভিন্ন ছেলেকে দিয়ে রুহুল আমীনকে শায়েস্তা করাতে চায়। ২৬ আগস্ট স্কুল ছুটির পর বিকেল ৪.১০ মিনিটের সময় মেয়েটি যখন বাসায় রওয়ানা দেয় তখনই এই আঘাতের ঘটনা ঘটে। চড় দিয়ে যাওয়ার সময় রুহুল আমীন এই বলে গালাগাল করতে থাকে, যে তাকে শাসিয়েছে তার হাত-পা ভেঙ্গে দেবে। ঘটনার ভিডিও ধারণ ঃ মেয়েটির সূত্রে জানা গেছে, রুহুল আমীনের সহযোগী পলাশ এই ভিডিওটি ধারণ করে। পরবর্তীতে এই রুহুল আমীন ও পলাশ ফেসবুকে তা আপলোড করে। পলাশের পরিচয় প্রসঙ্গে জানা যায় সে কালীবাড়ি সড়কের একটি জুতার দোকানের কর্মচারি। ঘটনার পর মেয়েটি ২ দিন স্কুলে যায়। স্কুলের ছাত্রীরা যখন এই ঘটনা জেনে যায় তখন থেকে এখন পর্যন্ত আর মেয়েটি লজ্জায় স্কুলে যায়নি। এদিকে এই বিষয়টি নিয়ে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তার চৌধুরী জানান, এই ঘটনার বিষয়ে ছাত্রী বা তার অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে কিছু জানায়নি। ফেসবুকে ঘটনার ভিডিওটি প্রচার হওয়ার পরই তারা ঘটনাটি সম্পর্কে জেনেছেন। ছাত্রীদেরকে উত্ত্যক্ত করা নিয়ে প্রশাসনকে তারা কয়েকবার জানিয়েছেন। পুলিশ কয়েকবার অভিযান চালিয়ে বখাটেদেরকে আটকও করেছে। কিন্তু এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। যে বা যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এদিকে এই ঘটনার বিষয়ে বখাটে রুহুল আমীনের মা এশা খাতুন জানান, ওই মেয়ে অন্য ছেলেকে দিয়ে আমার ছেলেকে মারপিট করিয়েছে। তাই আমার ছেলে রুহুল আমীন রাগে মেয়েটিকে চড় মারে। হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। তবে তারা বিষয়টি সম্পর্কে জেনে অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছেন। বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ক্লাসটিচার শামসুদ্দীন ভিডিও সম্পর্কে প্রথমে গত বুধবার মেয়ের মা ঝর্ণা আক্তারকে জানান। তখনই তারা প্রথম ভিডিও সম্পর্কে জানতে পারেন। ঘটনায় আক্রান্ত মেয়েটির গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। প্রায় ২৯ বছর ধরে তারা হবিগঞ্জ শহরে বসবাস করছে। মেয়েটির বাবা মোঃ শাহ্জাহান পেশায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী। মেয়ের মা ঝর্ণা আক্তার আরো জানান, তারা কখনো হবিগঞ্জে নিরাপত্তার অভাব বোধ করেননি। কিন্তু এই ঘটনার পর তিনি মেয়েদের নিয়ে শঙ্কায় ভূগছেন। উল্লেখ্য, মেয়েটির আরো ৩ বোন ও ১ ভাই রয়েছে। ভাই বোনের মধ্যে মেয়েটি সকলের ছোট। অপরদিকে, রুহুল আমিন বানিয়াচঙ্গ উপজেলার বড়ইউড়ি গ্রামের ফজল মিয়ার ছেলে। সে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় তার মামা মোবারক মিয়ার বাসায় থেকে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যয়ন করছে। এ ভিডিওদৃশ্য প্রচার হওয়ার পর তোলপাড় শুরু হলে রুহুল আমিন ও তার পরিবারের লোকজন বাসা ছেড়ে পালিয়ে যায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *