বানিয়াচঙ্গ তারাসই স্কুলের ক্লাস রুমে বন্যার পানি ॥ পাঠদান বন্ধি

ন্নজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের তারাসই সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩৫টি বাড়ি বন্যার পানি উঠে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অনেক পরিবারই বাড়িঘর ছেড়ে আত্বীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। ০৬ সেপ্টম্বর বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি সচিব মোঃ জিলু মিয়াকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্থ বাড়িগুলি সরজমিন পরিদর্শন শেষে তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকদের সাথে দুপুর ১২ টায় প্রধান শিক্ষকের কক্ষে স্কুলের এপ্রোচ রোড, শিশু শ্রেণি, ১ম ও ২য় শ্রেণি কক্ষ বন্যার পানি উঠে যাওয়ায় ক্লাস পরিচালনা বিষয়ে এক মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। সভার সিদ্ধান্তক্রমে শিশু শ্রেণি, ১ম ও ২য় শ্রেণি ছাত্রদেরকে আপাতত স্কুলে না পাঠানোর জন্য জানিয়ে দেওয়া হয়। ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র ছাত্রীদেরকে নিয়মিত সকাল সাড়ে ৯ টায় ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এসএমসি সভাপতি ইরফান আলী, জালফু মিয়া, আব্দুন নুর, প্রধান শিক্ষক রাতুল মজুমদার, শিক্ষক চম্পক লাল দাশ, সুহেনা বেগম, হাসিনা আক্তার প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *