সিলেট অঞ্চলে বাড়ছে পানি, কাঁদছে মানুষ

সিলেট প্রতিনিধি: সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি বাড়ার সাথে সাথে বাড়ছে হতাশা। উৎকন্ঠায় দিনাতিপাত করছেন কয়েক লক্ষাধিক পরিবারের লোকজন। মসজিদের মাইকে সতর্কবার্তা পাঠাচ্ছেন জনপ্রতিনিধিগণ। কিন্তু বন্যা কবলিত অধিকাংশ এলাকাতেই নেই সরকারি ত্রাণ তৎপরতা। সুরমা ও কুশিয়ারা তীরবর্তী উপজেলার লোকজন রয়েছেন ঝুঁকিপূর্ণ অবস্থায়। সুরমা নদীর পানি কোথাও বিপৎসীমার ১ দশমিক ৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথাও এর চেয়ে বেশি বেগে প্রবাহিত হচ্ছে। রোপা আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় এ বিভাগের প্লাবিত এলাকায় প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আর এমন ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, বিশ্বনাথ উপজেলার বেশকটি ইউনিয়নের লোকজন। মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওরপাড়ে ৪৬টি গ্রাম এখন পানিবন্দী। হতাশা কাটছে সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, তাহিরপুর, দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন গ্রামের পানিবন্দী মানুষের। হাজার হাজার আমন ধান তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। এদিকে, মারাত্মক বন্যা কবলিত এলাকায় সরকারি ও বেসরকারি সংস্থার সাহায্যে সহায়তা অতীব প্রয়োজন হয়ে পড়েছে বলে জানা গেছে। বন্যার পানি বাড়তে থাকায় পাহাড় ধসের আশংকায় রয়েছেন তাহিরপুরের কয়েকটি গ্রামের লোকজন। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিশুদ্ধ খাবার পানি ও বিভিন্ন ধরনের সবজির প্রকট অভাব দেখা দিয়েছে। দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফলে সব মিলিয়ে বন্যা কবলিত এলাকার লোকজনের জীবনে এখন নাভিশ্বাস দেখা দিয়েছে। সীমান্তবর্তী জনপদ গোয়াইনঘাট এলাকা গত ৩১ জুন থেকে পাহাড়ী ঢলে বন্যা কবলিত হয়ে পড়ে। এরপর থেকে দফায় দফায় বন্যা আঘাত হানে। এই পরিস্থিতিতে রূপা আমন, বীজতলা, ইরি জাতীয় উঠতি ফসল মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আটটি ইউনিয়নের ২০টি গ্রামের হাওরাঞ্চলের লোকজন বিপজনক অবস্থায় রয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ মে.টন চাল বরাদ্দ এসেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। কানাইঘাট উপজেলাও একই অবস্থা। সুরমা, লোভা, আমরি, কুশিয়ারা নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ায় আরো নতুন করে উপজেলার প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার পৌরসভা, কানাইঘাট সদর, বানীগ্রাম, লক্ষীপ্রসাদ পূর্ব, লক্ষীপ্রসাদ পশ্চিম, ঝিঙ্গাবড়ী ও রাজাগঞ্জ ইউপির বিভিন্ন স্থানে সুরমা নদীর ডাইকে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এতে আতঙ্কিত হয়ে পড়েছেন লোকজন। লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, লক্ষপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়াজ আহমদ, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বানীগ্রাম ইউপি চেয়রম্যান শাহাব উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী ও রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান ডাক্তার মানিক মিয়া জানিয়েছেন তাদের নিজ নিজ ইউনিয়নের ৯০ ভাগ ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ১৩.৪৪ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওসমানীগর ও বালাগঞ্জের ১৪ ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। দুই উপজেলার ১৪টি ইউনিয়নেরর বেশিরভাগ এলাকার মানুষ এখন পানিবন্দি রয়েছেন। এদিকে সুনামগঞ্জের তাহিরপুরে ২২টি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা সদর হাসাপাতাল, বিভিন্ন হাট-বাজার ও নিম্নাঞ্চলের বসত বাড়ি প্লাবিত হয়েছে। ফলে এ পর্যন্ত উপজেলার প্রায় ৩ হাজার হেক্টর রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে। বর্তমানে উপজেলার ২৩টি হাওর ও নদ-নদীগুলোতে বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে পানির প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের সিলেট সুনামগঞ্জ সড়কের পাগলা বাজার ব্রীজের পূর্ব উত্তর পাশে রায়পুর গ্রামে সড়ক ও জনপথের জায়গা মাটি দিয়ে ভরাট করায় এবং পানি নিষ্কাশনের রাস্তা না রাখায় পিছনের পুরো গ্রামে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হাকালুকি হাওর এলাকার তালিমপুর, বর্ণি, সুজানগর, দক্ষিণভাগ ও সদর ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩০ শিক্ষা প্রতিষ্ঠান ও ৪৬ গ্রামের অধিকাংশ এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। সুজানগর ইউনিয়নের দশঘরি, কঠালপুর, রাঙ্গিনগর, বাড্ডা ও শ্রীরামপুর গ্রামের প্রায় তিন হাজার পানিবন্দি মানুষ মানবেতর জীবনযাপন করছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *