টানা বৃষ্টিতে সীমাহীন দূর্ভোগে হবিগঞ্জ বাসী

এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি: গত মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত অবিরাম বৃষ্টিপাতের ফলে সীমাহীন দূর্ভোগে পড়েছেন হবিগঞ্জ শহরসহ পুরো জেলাবাসী। একই সাথে এই বৃষ্টিপাতের ফলে নবীগঞ্জ উপজেলার অনেক গ্রাম বন্যা প¬াবিত হয়েছে। এক টানা এই বৃষ্টিতে হবিগঞ্জ শহর ও জেলার অনেক রাস্তাঘাট ডুুবে গেছে। এতে স্কুল ও কলেজ গামী ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন স্তরের পেশাজীবিরা পড়েছেন চরম বিপাকে। ফলে স্বাভাবিক মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রবিবার রাত থেকে শুরু হয়ে গতকাল সোমবার রাত পর্যন্ত টানা নিরবচ্ছিন্ন বৃষ্টিতে পুরো জেলা জলমগ্ন হয়েছে। কোথাও কোথাও বন্যার মত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জেলার বিভিন্ন স্থানের তথ্যঃ
হবিগঞ্জ শহর ঃ অবিরাম বৃষ্টিপাতে শহরের প্রধান প্রধান সড়কসহ প্রায় পুরো পৌর এলাকা পানির নিচে তলিয়ে যাবার উপক্রম। ফলে পানিবন্দি হয়ে পড়েছে শহরবাসী। টানা এ বর্ষনে শহরের স্থানে স্থানে পানি জমে স্বাভাবিক জীবনযাত্রা হয়েছে ব্যাহত। এতে পানিবন্দি হয়ে পড়েছেন শহরের উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী, সিনেমাহল এলাকা, অনন্তপুর, ইনাতাবাদ, রাজনগর, মোহনপুর, মুসলিম কোয়ার্টার, কলেজ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টারসহ পৌর এলাকার দুই-তৃতীয়াংশ এলাকার লোকজন। ফলে শহরের প্রতিটি আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এছাড়াও শহরের ঘাটিয়া বাজার, চৌধুরী বাজার, বগলা বাজার, নারিকেল হাটার রাস্তাগুলো খানা-খন্দকে পরিণত হয়েছে। দুঃসহ কষ্টের ভিতর দিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণকে। দীর্ঘদিন ধরেই শহরের চৌধুরী বাজার, কালীবাড়ি ক্রস রোড, শ্যামলী, মুসলিম কোয়ার্টার, নিউ মুসলিম কোয়ার্টার, সিনেমাহল এলাকা, পুরান মুন্সেফী, শায়েস্তানগর, সার্কিট হাউজ রোড, ইনাতাবাদ আ/এ, বগলা বাজার, খোয়াই মুখ, নোয়াবাদ, সিনেমা হল রোড, ঘোষপাড়া, পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার হকার্স মার্কেট, মাছুলিয়া, অনন্তপুর, মাহমুদাবাদ, শ্মশানঘাট রোড, রাজনগর, মোহনপুর, জঙ্গল বহুলাসহ শহরের প্রধান প্রধান রাস্তাঘাটগুলো গতকালের অবিরাম বর্ষণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বলা যায়, পুরো শহরই হয়ে পড়েছে জলমগ্ন, ভাসছে থৈ থৈ বৃষ্টির পানিতে।
বানিয়াচঙ্গে খবর, দিনভর বৃষ্টিতে বানিয়াচঙ্গে জনদুর্ভোগ দেখা দিয়েছে। গত মঙ্গলবার বিকাল থেকে টানা বৃষ্টিতে বানিয়াচংয়ের প্রতিটি যানবাহন স্টেশনে তীব্র যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে ঘুরে দেখা যায়, বানিয়াচঙ্গের নতুনবাজার, বড়বাজার এলআর হাইস্কুল রোড, ৫/৬নং বাজার, আদর্শবাজার, বাবুর বাজারসহ বেশ কিছু ব্যস্ততম রাস্তাগুলো পানি, কাদা জমে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। সাগরদীঘির দক্ষিণপাড়ের বাসিন্দা মোঃ মোস্তাকিম মিয়া জানান, সামান্য বৃষ্টিতেই এসব রাস্তায় জলাবদ্ধতার সৃর্ষ্টি হয়। আর প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গাড়িতো দুরের কথা এসব রাস্তা দিয়ে পায়ে হেটে চলাচল করাই মুশকিল।
নবীগঞ্জ খবর, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নবীগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী এলাকা উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের দীঘলবাঁক গ্রাম, কসবা, চরগাঁও, উমরপুর, গালিমপুর, মাধবপুর, কুমারকাদা (একাংশ), আহম্মদপুর, ফাদুল¬া, রাধাপুর, জামারগাঁও ও রাধাপুর প্রাইমারি স্কুলসহ বেশ কিছু এলাকা প¬াবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য পরিবার। বাড়িঘর ও বাড়ির আঙ্গিনায় পানি উঠায় বৃদ্ধ-শিশুদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এখানকার লোকজন।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম বলেন, ‘বৃষ্টিপাতের ফলে খোয়াই এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে পানি কমার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেছেন এই বৃষ্টি না থামলে ভয়াবহ বন্যার আশংঙ্কা রয়েছে। তবে এ ব্যাপারে আমরা সজাগ রয়েছি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *