সিলেটে ফুটওভার ব্রিজের উদ্ধোধন আজ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : ঐতিহ্যবাহী ক্বিনব্রিজের আদলে নির্মিত সিলেটের প্রথম ফুটওভার ব্রিজ অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে। অর্থমন্ত্রীর নিজস্ব তববিল থেকে বিশেষ বরাদ্দে নির্মিত ব্রিজ আজ বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। গত জুলাই মাসে ব্রিজটির উদ্বোধন হওয়ার কথা জানিয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা। কিন্তু ব্রিজের সৌন্দর্য বৃদ্ধি ও আশপাশের কিছু কাজ বাকি থাকায় ওই মাসে ব্রিজ উদ্বোধন করার সম্ভব হয়নি। তবে এখন সম্পূর্ণভাবে উদ্বোধনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ২১ মে সিলেট সিটি করপোরেশনের অধীনে ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত সিলেটের প্রথম ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট নগরীর যানজট দূর করতে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছিলেন তিনি। অর্থমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে অর্থায়নের মাধ্যমে তিনি তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছেন। সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ব্রিজে সব মিলিয়ে ছয়টি সিঁড়ি রয়েছে। ছয় দিক থেকেই সিঁড়ি ব্যবহার করতে পারবেন পথচারীরা। ইতোমধ্যে সিড়িসহ ব্রিজের সব ধরণের কাজ শেষ করে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। উৎসুক অনেক পথচারীকে সিড়ি বেয়ে ফুটওভার ব্রিজে উঠতেও দেখা যায়। এছাড়াও আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই স্কুলের শিক্ষার্থীরা অতি উৎসাহের সঙ্গে রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজটি ব্যববহার করতে দেখা গেছে। জানা যায়, ২০০৮ সালের নির্বাচনে সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী আবুল মাল আবদুল মুহিতের নির্বাচনী ইশতেহারে ফুটওভার ব্রিজ নির্মাণের কথা উল্লেখ ছিল। প্রথম পাঁচ বছর ক্ষমতায় থাকলেও ব্রিজের কাজ শুরু না হলেও দ্বিতীয় মেয়াদে এসে প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেন অর্থমন্ত্রী। গত ২১ মে তিনি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গত বছর সিটি করপোরেশন এলাকার ৪টি স্থান ও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অর্থমন্ত্রী তার বিশেষ কোটা থেকে বরাদ্দ প্রদান করেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পুনঃনির্মাণ, ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়, বর্ণমালা প্রাথমিক বিদ্যালয় ও কোর্ট পয়েন্টে ফুট ওভার ব্রিজ নির্মাণের জন্য অর্থমন্ত্রী ওই বরাদ্দ প্রদান করেন। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব উত্তরপূর্বকে বলেন, এটিই সিলেটের প্রথম ফুট ওভার ব্রিজ। ইতোমধ্যে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শেষ করা হয়েছে। বৃহস্পতিবার এর উদ্বোধন হবে জানিয়ে তিনি বলেন, জুলাই মাসে এটির উদ্বোধনের কথা থাকলেও ব্রিজের সৌন্দর্য বৃদ্ধিসহ আশপাশের কিছু কাজ বাকি থাকার কারণে উদ্বোধন করা সম্ভব হয়নি। কিন্তু এখন ব্রিজটি উদ্বোধনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি আরো জানান, কোর্ট পয়েন্ট ছাড়াও সিলেট জেলা পরিষদের অর্থায়নে ক্বিনব্রিজ মোড়ে আরও একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। বাংলাদেশ ইস্পাত অ্যান্ড প্রকৌশল করপোরেশনের নিজস্ব কোম্পানি ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে প্রকল্পটির নির্মাণ কাজ হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *