হয়রত শাহজালাল (র.)’র ওরস কাল শুরু

ওলিয়ে কামিল হয়রত শাহজালাল (র.) এর ৬৯৬তম ওরস আগামী কাল শুক্রবার থেকে শাহজালালের দরগাহে শুরু হবে। ওরস উপলক্ষে নগরীর ৫টি রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ প্রশাসন। আগামী শুক্রবার ও শনিবার দু’দিন ওরস চলাকালে এসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে।এসএমপি পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ওরস উপলক্ষে যেসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকবে সেগুলো হলো, আম্বরখানা-চৌহাট্টা, দর্শন দেউড়ি-ঝর্ণারপাড়, মীরের ময়দান-ঝর্ণারপাড়, আলীয়া মাদ্রাসা মাঠের পশ্চিম (পূবালী ব্যাংকের সামনে থেকে)-দর্শন দেউড়ি, দর্শন দেউড়ি ( পেট্রোল পাম্প থেকে)-রাজারগলি-মাজার গেট।জানা যায়, প্রতি বছর আরবী মাসের ১৯ ও ২০ জিলক্বদ দু’দিনব্যাপী হয়রত শাহজালাল’ (র.) ওরস অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় এবারও ১৯ ও ২০ জিলক্বদ ৪ ও ৫ আগস্ট শুক্রবার ও শনিবার ওরস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে ওরসের পশু জবাই শুরু হবে। মূল ওরস শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। শুক্রবার দিনে মাজারে গিলাফ চড়ানো, রাতে কুরআনখানি, মিলাদ, জিকির আজগার, ভক্তিমূলক গজল এবং রাত সোয়া ৩টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। শনিবার সকালে শিরনী বিতরণীর মাধ্যমে ওরসের সমাপ্তি হবে।এগিকে, শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্নের জন্য সবধরণের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ।নগরীতে লোকজন ও যানচলাচল স্বাভাবিক রাখতে নগরীর ৫টি সড়কে যানচলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। গতকাল বুধবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ আইন ২০০৯ এর ২৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।তিনি জানান, ওই সময় আম্বরখানা থেকে চৌহাট্টাগামী যানবাহন সুনামগঞ্জ ও ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে এবং চৌহাট্টা থেকে আম্বরখানাগামী যানবাহন রিকাবীবাজার-নয়াসড়ক দিয়ে চলাচল করবে।পাশাপাশি ওরসে আসা যানবাহন পার্কিংয়ের জন্য পুলিশের পক্ষ থেকে স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। মাজার ও আশেপাশের এলাকায় কোনো গাড়ি পার্কিং করা যাবে না। এমসি কলেজ সংলগ্ন বালুচর সড়কের একপাশে এবং সুরমা বাইপাস থেকে বিকেএসপি পর্যন্ত সড়কের এক পাশে গাড়ি পার্কিং করা যাবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *