জনগুরুত্বপূর্ণ পোষ্ট অফিসে উন্নয়নের ছোয়া লাগেনি শাহ্জীবাজার ডাকঘরের দুরাবস্থা

আবুল হাসান ফায়েজ, মাধবপুর – মাধবপুর উপজেলাধীন ১১ নং বাঘাসুরা শাহ্জীবাজার ডাকঘরের করুন দূর অবস্থ্া। পোষ্ট অফিসের চারপাশে বন-জঙ্গলে ঘেরা এতে, সাপ ও বিভিন্ন বিষাক্ত প্রাণী রয়েছে। এতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। ডাকঘরের আসবাব পত্রের সংকট, ডাক টিকেট পোষ্টল ওয়ার্ডার জরাজীর্ণ কক্ষ/ ঝুকিপূর্ণ ভবন বিলম্বে চিঠি সিল সহ নানা ধরণের সংকটে পড়েছে। এলাকার মানুষ উক্ত উপদ্রব্যগুলো প্রয়োজনের জন্য অন্যত্বে আশ্রয় নিয়ে সংগ্রহ করছে। যুগযুগ ধরে এসব সমস্যা সমাধানের সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন না করায় সাধারণ মানুষ ডাকঘরের উপড় আস্থা হারিয়ে এখন বিকল্প রাস্তা হিসেবে কুরিয়ার সার্ভিসকে বেঁচে নিয়েছে। উপজেলার এ ইউনিয়নে বিভিন্ন এনজিও, শিল্প প্রতিষ্ঠান, বানিজ্যিক প্রতিষ্ঠান, ছোট বড় কলখারকানা সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সহ ৫টি প্রাথমিক, ৩ টি হাই স্কুল কিন্ডার গার্ডেন রয়েছে। স্বাধীনতার ৪২ বৎসর পেরিয়ে গেলেও খাতের ব্যাপত পরিবর্তন ও উন্নয়নের ছোয়া লাগলেও এ ডাকঘরের (পোষ্ট অফিস) এর মত জনগুরুত্বপূর্র্ণ এ অফিসের উন্নয়নের ছোয়া লাগেনি। বর্ষার মৌসুমে টিনের ফুটো দিয়ে পানি পড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মূল্যবান কাগজ পত্র নষ্ট হয়। এ ডাকঘরে এক জন পোষ্ট মাষ্টার, এক জন পোষ্টম্যান ও রানার থাকলেও রানারের কাজ পোষ্ট ম্যান করে যাচ্ছে। জানাযায়,রানার না থাকার কারনে এ কাজ পোষ্টম্যান চালিয়ে যাচ্ছে । তাদের যে টাকার বেতন দেওয়া হয় সে টাকা দিয়ে তারা পরিবার পরিজন মনবেতর জীবন যাপন করছে। অথচ এ রকম জনগুরুত্বপূর্ণ সরকারী অফিসের দিকে সংশিষ্ট কর্তৃপক্ষের কোন নজর নেই। এই সব সমস্যার কারণে জনগন গ্রামীন ডাকঘরের উপর আস্থা হারিয়ে ফেলছে। এতে করে সরকার প্রতি বছর বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন না করলে ঐ ডাকঘরের কোন অস্থিত্ব ও থাকবে না।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *