বিশ্ব শকুন দিবস পালিত পশু-পাখীর আবাসস্থল সিএমসির লোকজন গাছ কেটে নষ্ট করে দিচ্ছে উপজেলার চেয়ারম্যান আবু তাহের

মিজানুর রহমান সোহাগ- আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের বলেছেন, সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন প্রজাতির বৃক্ষ নির্বিচারে কাটা হচ্ছে। যার সিংহভাগের সাথে জড়িত সিএমসির লোকজন। সিএমসির সাথে জড়িত ব্যক্তিরা পাচারকারীদের সাথে হাত করে বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে। ফলে শুধু শকুন নয় বনের সকল প্রাণীই তাদের আবাসস্থল হারাচ্ছে। এ বিষয়ে সকলকেই সজাগ থাকতে হবে এবং প্রতিকার নেয়া জরুরী। গত শনিবার শকুন দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যতায় আবু তাহের এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশুদুদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত শকুন দিবসে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রানী ব্যবস্থাপনাও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মোঃ সাঈদ আলী, সিএমসির কালেঙ্গার সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুর খাঁন। শকুন সম্পর্কে মূল উপস্থাপন করেন রাসেল আহম্মেদ। বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রী ছাড়াও সাংবাদিক কামরুল ইসলাম, খন্দকার আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *