চুনারুঘাটে দু’বছর ধরে ইজারা হয়নি ৪টি বালু মহাল ॥ বালু উত্তোলন অব্যাহত সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব

আবুল কালাম আজাদ – চুনারুঘাট উপজেলার ৬টি সাধারণ বালু মহাল সিলিকা বালু মহালে রূপান্তর এবং ইজারা মুল্য কয়েক গুন বেড়ে যাওয়ার কারণে গত দু’বছর ধরে ৪টি মহাল ইজারা হচ্ছেনা। তবে ইজারা না হলেও এসব মহাল থেকে বন্ধ নেই বালু উত্তোলন। কতিপয় লোকজন দিনে ও রাতে এসব মহাল থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে। প্রশাসন লোকবলের অভাবে এ বালু পাচার বন্ধ করতে পারছে না। মাঝে মাঝে ভ্রাম্যমান আদালত বালু খেকোদের জরিমানা করে এবং বালু উত্তোলনের কাজে নিয়োজিত যন্ত্রপাতি জব্দ করছেন। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব হারানোর পাশাপাশি মারাত্বক পরিবেশ বিপর্যয়ের আশংকা করা হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চুনারুঘাটে ১১টি বালু মহাল রয়েছে। তন্মধ্যে ৫টি সাধারন এবং ৬টি সিলিকা বালু মহাল। অন্যান্য সময় সকল বালু মহালকেই সাধারন ইসাবে ইজারা দিলেও ১৪২১ বাংলা সাল থেকে খনিজ সম্পদ মন্ত্রনালয় উপজেলার ৬টি বালু মহালকে সিলিকা বালু মহাল হিসাবে অন্তর্ভুক্ত করে। তন্মধ্যে ২টি বনবিভাগ ও চা বাগান এলাকায় হওয়ায় সেগুলোকে বাদ দিয়ে ৯টি মহাল ইজারা দেয়ার জন্য দরপত্র বিজ্ঞপ্তি আহবান করা হয়। সাধারন বালু মহাল থেকে সিলিকা বালুতে রূপান্তর হওয়ায় মহালগুলোর সরকারী ইজারা মূল্য বেড়ে যায় বহুগুন। সাধারণ বালু মহালগুলো এবং দুটি সিলিকা বালি মহাল বাগান কর্তৃপক্ষকে খোয়ারী হিসেবে ইজারা হলেও ১৪২১ এবং চলতি ১৪২২ বাংলা সালে ৪টি টি সিলিকা বালু মহাল এখনো ইজারা হয়নি। বালি মহালগুলো হচ্ছে সিলিকা বালি সমৃদ্ধ সুতাং নদী “ক” “খ” “গ”এবং সাধারণ বালি মহাল খোয়াই নদীর পাকুড়িয়া অংশ। যার আনুমানিক ইজারা মুল্য প্রায় ১০ কোটি টাকা। সাধারনত ১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত মহালগুলোর ইজারা দেওয়া হয়। জেলা প্রশাসন যখন দরপত্র আহবান করে ক্যালেন্ডার প্রকাশ করে তখন সেখানে ৩টি তারিখ দেয়া হয়। এ হিসেবে গত বছর অর্থ্যাৎ ১৪২১ বাংলা সনে দু’বারে ৬ বার এবং চলতি বছরে দু’বারে ৬ বার টেন্ডার আহবান করলেও এ ৪টি বালি মহাল ইজারা হয়নি। বিগত কয়েক বছর এসব বালি মহাল দুই থেকে আড়াই কোটি টাকায় ইজারা হয়েছিল। কিন্তু সিলিকা বালিতে রূপান্তরের কারণে এসব বালি মহালের ইজারা মুল্য বেড়ে দাড়ায় প্রায় ১০ কোটি টাকা। সাধারণত মূল্যবান খনিজ সম্পদ সিলিকা বালু দেশের কাঁচ ও সিরামিক ফ্যাক্টরিগুলোতে ব্যবহৃত হয়। কিন্তু চুনারুঘাটের এসব বালি মহালে সিলিকার পরিমান ৮৫ শতাংশের উপরে হলেও এসব বালি কোন গ্লাস ফ্যাক্টরী কিংবা অন্য কোন সিরামিক কোম্পানীতে যাচ্ছে না। সিলিকা প্রতি ঘনফুট বালুর দাম ৪০টাকা হলেও চুনারুঘাটে এসব বালু বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা ঘনফুট। এছাড়া নির্মাণ কাজেও এই বালুর ব্যাপক চাহিদা রয়েছে। এদিকে সিলিকা বালু মহাল ইজারা না হলেও বালু উত্তোলন হচ্ছে সমান তালে। বালু ব্যবসায়ীরা গভীর রাতে সেখান থেকে বালু উত্তোলন করে। এমনকি দিনের বেলায়ও চলে বালু উত্তোলন। মাঝে মাঝে উপজেলা ও জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানা করেন এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত উপকরণগুলো আগুন লাগিয়ে ধ্বংস করে দেয়া হয়। চুনারুঘাটের সহকারি কমিশনার (ভুমি) তন্ময় ইসলাম জানান, চুনারুঘাটের ৬টি মহাল সাধারণ বালু থেকে সিলিকাবালুতে রূপান্তরের কারণে ইজারা মুল্য অনেক গুন বেড়ে গেছে। ইতোমধ্যে সিলিকা ২টি বালি মহাল ইজারা হলে ৪টি মহাল বার বার টেন্ডার করেও ইজারা হচ্ছেনা। এ অবস্থায় কোথাও অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেলে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। তিনি জানান, উপজেলা ল্যান্ড অফিসের জনবল না থাকার পর কাজ ফেলে প্রতিদিনই তাদের বিভিন্ন মহালে দৌড়াতে হচ্ছে। এতে প্রশাসনি কাজেও ব্যাঘাত ঘটছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *