চুনারুঘাট আশা-নরপতি স্বাস্থ্য কমপ্লেক্সে বিএমদের ষান্মাসিক সমন্বয় সভা চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার – চুনারুঘাট আশা-নরপতি স্বাস্থ্য কমপ্লেক্সে বিএমদের নিয়ে ষান্মানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার সিনিয়র ডিষ্টিক্ট ম্যানেজার মোঃ কামাল মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও মিন্টু চন্দ্র গৌড় পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর খন্দকার মোঃ সাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সিলেট জোনের জেডএম মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় কার্যালয়ের এ.ও আফজাল হেসেন, আশা-নরপতি স্বাস্থ্য কমপ্লেক্সের এডমিনষ্টেট্রর মোঃ মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজারের ফিল্ড অডিটর মোঃ মোশাহিদ চৌধুরী। এছাড়া হবিগঞ্জ জেলার ৬ জন আর এম এবং ৩৪টি ব্রাঞ্চের বিএম উপস্থিত ছিলেন। সভায় জেলার কার্যক্রমের উন্নতির লক্ষ্যে ১টি কর্ম পরিকল্পনার হাতে নেওয়া হয়েছে আগামী ৬ মাসে ৩৬ হাজার ৫৩ জন সদস্যদের মাঝে ৮৬ কোটি ৮৮ লক্ষ টাকা ঋণ বিতরন ছাড়াও স্যানিটারী ন্যপিকিন, কমলা চাষীদেরকে সহায়তা, কেঁচো সার, স্যানিটেশন, ম্যাট্স এ ছাত্র-ছাত্রী ভর্তি, মাতৃত্ব সেবা, স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য সেবা, চিকিৎসা সহায়তা, কম্পিউটার প্রশিক্ষন, আশা ইউনির্ভাসিটিতে ছাত্র-ছাত্রী ভর্তি সহায়তা দিয়ে আসছে। এ সেবা সমূহ আরও জোরালোভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়। ষান্মানিক সভা শেষে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ‘আশা’ নালমুখ ব্রাঞ্চের রুপসপুর গ্রামের চিত্র রঞ্জন পালের স্ত্রী প্রীতিকা রাণী পালকে সিজারিয়ান আপারেশন বাবদ ‘আশা’র চিকিৎসা সহায়তা তহবিল থেকে (অফেরযোগ্য) ৩ হাজার টাকা প্রদান করা হয়। ‘আশা’ একটি জাতীয় এনজিও হিসাবে গরীব জনগনের চাহিদা বিবেচনায় ঋণ ও সঞ্চয় কার্যক্রমের পাশাপাশি ননফাইনালসিয়াল সকল কার্যক্রমের প্রতি আরও মনোযোগী ও আন্তরিক হয়ে কাজ করার জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি সকলের দৃষ্টি আকর্ষন করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *