বিভিন্ন পত্র পত্রিকায় মৃত্যুর ঘটনায় কৌতুহল! সাতছড়ি জাতীয় উদ্যানে কথিত স্বামীর কর্তৃক গুরুতর আহত আছমা মারা যায়নি

স্টাফ রিপোর্টার – গত ১০ সেপ্টেম্বর হবিগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা প্রচেষ্ঠায় আহত ‘ল’ কলেজের ছাত্রী আছমার মৃত্যু শিরোনামে সংবাদ প্রকাশ হলে সারা চুনারুঘাটসহ জেলা জোড়ে তোলপাড় সৃষ্টি হয়। আছমার লাশ দেখতে তার গ্রামের বাড়ি পাকুরিয়াতে ভিড় জমায়। বাড়িতে গিয়ে দেখতে পায় আছমা মৃত নয় জীবিত। শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। পুলিশ প্রশাসনকে তৎপর হতে দেখা যায়। সচেতন মহলে প্রশ্ন দেখা দেয় জীবিত আছমাকে কেন মৃত বলে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এ নাটের গুরু কে? কেনই বা এ ধরনের বিভ্রান্তর সংবাদ প্রকাশ করা হল। কথিত সাংবাদিকের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। উল্লেখ্য যে, গত ৬ সেপ্টেম্বর আছমার স্বামী রমজান আলীর কর্তৃক উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যোনে আছমাকে মারাত্মক ভাবে পিটিয়ে আহত করে। প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *