মাধবপুরে ঈদ বাজার জমজমাট তরুণীদের পছন্দের জামা ‘কিরণমালা’

মাধবপুর প্রতিনিধি – মধ্যপ্রাচ্য প্রবাসী অধ্যুষিত মাধবপুরে ঈদবাজার জমজমাট হয়ে উঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মাধবপুর বাজারের ছোট বড় শপিং মহলগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভীড়। তবে নারী ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি। ভারতীয় সিরিয়ালের নায়িকাদের নামে বাজারে আসা পোশাক তাদের পছন্দের প্রতিটি মাকের্টের দোকান গুলোতে সাজিয়ে রাখা হয়েছে ভারতীয় সিরিয়ালের নায়িকাদের পোশাক। ক্রেতাদের প্রথম চাহিদা কিরণমালা ও পাখী জামা। বাজারে আসা তরুণ্যদের কাছে পোষাক নয় সিরিয়ালের নায়িকাদের নামও বড়। ২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব পোশাক। কামিনি প্লাজা, মহেশ মার্কেট, জগত ম্যানশন, আনোয়ার প্লাজা, মুন্সিটাওয়ার সহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে কিরণমালা, পাখী, কককটী, বজ্র মালা, রাজকুমারী, ইচ্ছেনদী, ছুঁয়ে দিলেম, বউ কথা কও ইত্যাদি টিভি সিরিয়ালের নায়িকাদের পোশাকের বেচা কেনার ধুম। কামিনী প্লাজার পপি গার্মেন্টেসের সত্ত্বাধিকারী রমু রায় জানান, স্কুল কলেজের ছাত্রীদের কাছে কিরণমালা চাহিদা বেশি। নিম্ন আয়ের মানুষের এসব পোশাক কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। আনোয়ার প্লাজার নিঁখুত ফ্যাশনে মেয়েকে নিয়ে আসা নাছির উদ্দিন জানান, তার মেয়ে কিরণমালা কেনার বায়না করেছে। তাই কিনতে এখানে এসেছেন। এদিকে বাজারে টিশার্ট, পাঞ্জাবী ও জুতা বিক্রি হচ্ছে বেশি। নরেশ চন্দ্র রায় এন্ড সন্সের সত্ত্বাধিকারী অসীম রায় জানান, এবারের জামদানী, কাতান, টাঙ্গাইলের শাড়ীর চাহিদা বেশী। এদিকে বাজারে ক্রেতাদের ভীড়ে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। সাদা পোষাকের মহিলা পুলিশও মাঠে নামানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান, পুলিশ মাধবপুর বাজারকে বিশেষ নজরদারীর মধ্যে রেখেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *