শাহজিবাজার বিদ্যুত উৎতপাদন কেন্দ্রের ৭টি ইউনিট অবসরে ॥ ২টি ইনসোলিটরে আগুন লাগায় বন্ধ জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহ নেই

কামরুল ইসলাম – ট্রান্সফরমারে আগুন লাগার কারণে হবিগঞ্জ শাহজিবাজার বিদ্যুত উতপাদন কেন্দ্রের ২ টি ইউনিট ৬ দিন যাবত বন্ধ রয়েছে। ইতি পূর্বে দু-দফায় ৭টি ইউনিট অবসর ঘোষনা করা হয়েছে। সর্বশেষ ইউনিট ২টি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রীডে বিদ্যুত সরবরাহ আর নেই। শাহজিবাজার বিদ্যুত উতপাদন কেন্দ্রের ব্যবস্থাপক দুজুদি প্রসাদ সেন এ তথ্য নিশ্চিত করে প্রথমসেবাকে বলেন, গত বুধবার বিকালে বিদ্যুত উৎপাদন কেন্দ্রে হঠাত বিকট শব্দ শুনতে পান। ভিতরে গিয়ে দেখেন ট্রান্সফরমারে আগুন লেগে গেছে। তাৎক্ষনিক উৎপাদন কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। পরে পরীক্ষা করে দেখা যায় ৮ ও ৯ নং ইউনিট পুরোপুরি নষ্ট হয়ে গেছে। স্থানীয় ভাবে ইনসোলিটর মেরামত করার চেষ্টা করেও সম্ভব হয়নি বলে তিনি জানান। কবে নাগাদ সচল করা যাবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রস্তাবনা পাঠানো হয়েছে। সহসা বলা যাচ্ছেনা। সুত্র জানায়, ১৯৬৮ সালে ৭টি ইউনিট নিয়ে জেলায় প্রথম শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু করে সরকার। ৭টি ইউনিট থেকে ১০০মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো জাতীয় গ্রীভে। ২০০০ সালে ৮ ও ৯ নং ইউনিট চালু করা হয়। এতে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রীডে সংযুক্ত করা হয়। এরই মধ্যে ১৯৯৬ ইং সালে পুরোনো ৭টি ইউনিটের মধ্যে ৩টি যান্ত্রিক ত্র“টি জনিত কারণে বন্ধ হয়ে যায়। পরে ২০১১ সালে বাকি ৪টি ইউনিট ও একই কারণে বন্ধ হয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাচাই করে ৭টি ইউনিটই অবসর ঘোষনা করেন। ৮ ও ৯ নং ইউনিট থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা কালীন সময়ে বোসিং ইনসোলিটর ফেটে আগুন ধরে যায়। ফলে ২টি ইউনিট পুড়ে নষ্ট হয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে পড়ে। বর্তমানে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৯টি ইউনিটের সবকটি বন্ধ রয়েছে। উৎপাদন ও জাতীয় গ্রীডের সরবরাহ আপাতত নেই বলে তিনি জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *