সাতছড়ি জাতীয় উদ্যান থেকে গাছ পাচার ॥ পৃথক যৌথ অভিযানে ৫ গাছ চোরসহ ৩টি গাড়ি আটক

স্টাফ রিপোর্টার – চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানের কাপাই ছড়া এলাকায় গাছ কেটে পাচারকালীন সময়ে পুলিশ ও টহলবাহিনীর যৌথ অভিযানে ৫ গাছ চোরসহ ২টি মিনি ট্রাক ও ১টি টেম্পু আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন প্রজাতির ৪০ সিএফটি কাঠ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ ও বন-পহরী। যৌথ পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মিজান মিয়া (২৬), রুবেল মিয়া (২৫), শাহিন মিয়া (২০), আঃ কাইয়ুম (৩৫)কে বদরগাজী ও বরমপুর থেকে আটক করা হয়। অপরদিকে পুলিশ ও টহলবাহিনীর ওসি চাকলাপুঞ্জি এলাকা থেকে লুৎফুর রহমান (৩০)কে টেম্পু বোঝাই গাছসহ আটক করেছে। এ ব্যাপারে বনবিভাগ পৃথক দুটি মামলা দায়ের করেছে। এ ব্যাস্থাপনা কমিটির সভাপতি ও স্থাপারে সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবনীয় ইউনিয়ন চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার জানান, ওই গাছ পাচারের বিষয়ে আমি কিছু জানি না। আমাকে কেউ জানায়নি। এদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মালামালসহ মিনি ২টি ট্রাক ১টি টেম্পু থানায় জব্দ অবস্থায় রয়েছে। উল্লেখ্য যে, ওই চক্রসহ আরও ২-৩টি গাছ চোর চক্র সাতছড়ি জাতীয় উদ্যান (রিজার্ভ)সহ বিভিন্ন চা-বাগানের ছায়া বৃক্ষ কেটে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *