সিলেট বিভাগের সাংবাদিকদের সাথে ক্রেলের মত বিনিময়

মাসুম তরফদার – জীববৈচিত্র, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু বিষয়ক নিয়ে সিলেট বিভাগের সাংবাদিকদের সাথে ক্রেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টায় শ্রীমঙ্গলের রিসোর্ট সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সভাপতি গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ এর ড. প্রদীপ কুমার পান্ডে । ইউএসএইড এর সহায়তায় ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এন্ড লাইভলিহুডস্ (ক্রেল) আয়োজিত এ মতবিনিময় সভায় ছিলেন সিলেট সদর , কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও চুনারুঘাটের মোঃ কামরুল ইসলাম, ফারুক উদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ, ফারুক মাহমুদ, কাজী সুহনসহ ২৫জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন, জীববৈচিত্র, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু রক্ষায় সাংবাদিকদের লিখনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের লিখনী দেশের জীববৈচিত্র, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু বিষয়ে ভূমিকা রাখবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *