সীমান্ত এলাকায় তৎপর চোরাই চক্র ॥ সর্তক বিজিবি

স্টাফ রিপোর্টার – ঈদুল আযহা উপলক্ষে বৈধ ও অবৈধ পথে কোনভাবেই গরু আনতে না পেরে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে মসলা নিয়ে আসতে তৎপর রয়েছে চোরাকারবারীরা। ঈদ উপলক্ষে ব্যাপক চাহিদা থাকায় চোরাকারবারীরা ঝুঁকি নিয়ে এই মসলা নিয়ে আসছে। এদিকে এসব চোরাচালানী বন্ধে বিজিবি সর্তক রয়েছে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকার কিছু চিহ্নিত অপরাধী কাটাতারের বেড়া থাকার পরও মাদক, মসলা, চিনিসহ বিভিন্ন পন্য নিয়মিতভাবেই অবৈধ পথে এনে বিভিন্ন স্থানে পাচার করে থাকে। জেলার বিশাল এলাকাজুড়ে সীমান্ত টহল দেয়ার জন্য পর্যাপ্ত বিজিবির জোহান না থাকায় এবং দুর্গম এলাকা হওয়ায় সহজেই চোরাকারবারীরা মালামাল আনা নেয়া করতে পারছে। চোরাকারবারীরা জিরা, চিনি, কিসমিস, লবঙ্গ, এলাচি, গোল মরিচ আনছে অবৈধ পথ দিয়ে। এদিকে অবৈধ মসলা চোরাচালনা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে বিজিবি। ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন জানান, ঈদ উপলক্ষে চোরকারবারীদের প্রতিহত করতে বিজিবি টহল জোরদারের পাশাপাশি গুরুত্বপুর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করছে। এর বাহিরেও জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য ১০ সেপ্টেম্বর বিকেলে চুনারুঘাট উপজেলার গাজীপুর স্কুল এন্ড কলেজে এবং ১২ সেপ্টেম্বর বিকেলে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিযন পরিষদে সভার আয়োজন করা হয়েছে। এদিকে গত কয়েকদিনে বিশ কিছু অভিযানে জিরা আটক করে বিজিবি। শনিবার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর এলাকা থেকে ১৪৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *