স্বামীর নির্যাতনে অন্তসত্ত্বা গৃহবধুর মৃত্যুর ঘটনায় মামলা হলেও আসামী ধরা পড়েনি

স্টাফ রিপোর্টার – চুনারুঘাটে যৌতুক লোভী স্বামীসহ পরিবারের লোকজনের নির্যাতনে নিহত সেগুনা আক্তার রুবির ময়না তদন্ত শেষে নবীগঞ্জ সাতাইয়াল পিত্রালয়ে পারিবারিক কবরস্থানে গতকাল বৃহস্পতিবার সন্ধায় দাপন করা হয়েছে। এ ঘটনাটি চুনারুঘাট-নীবগঞ্জে সচেতন মহলের মাঝে তোলপার সৃষ্টি হয়েছে। সচেতন একই কথা পিতৃহীন দরিদ্র ৬ মাসের অন্তসত্ত্বা নারী কি অপরাধ ছিল। নিষ্ঠুর পাষন্ড স্বামীর কেন হত্যা করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় নিহতের বড় বোন রাশেদা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত ঘাতক স্বামী কিংবা পরিবারের কাউকে গ্রেফতার করতে পারিনি। উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের সফাত উল্লাহ ছেলের স্বামী আরজু ও শ্বশুরসহ পরিবারে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করে। মৃত্যুর খবর পেয়ে রুবির সজনরা উপজেলার উলুকান্দি গ্রামে এসে মৃত দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে এবং থানা পুলিশকে খবর দিলে বিকাল ৪টায় লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। এ ঘটনার পর থেকে আসামীরা আত্মগোপন রয়েছে। মামলার তদন্তকারী এসআই সুদ্রিপ বড়–য়া জানান আসামীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আসামীদের কে গ্রেফতার করলেই হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে। এদিকে আসামীদের দ্রুত গ্রেফতার করতে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট উপজেলা শাখার একটি প্রতিনিধিদল চুনারুঘাট থানার ওসিকে অনুরোধ জানিয়েছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বামাকা’র সেক্রেটারী সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমেদ ও নির্বাহী সদস্য খন্দকার আলাউদ্দিন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *