তিন টাউট’র গল্প

প্রিয় পাঠক। কেমন আছেন? আমার বিশ্বাস আপনারা ভালই আছেন। তবে চলতি আশ্বিনে, ভাদ্র মাসের গরমে যে সবাই অতিষ্ঠ তা বলার আর অপেক্ষা রাখে না। তাই….। আমিও আপনাদের মতো…। যা হোক। অনেক দিন পর আপনাদের প্রিয় কলাম “অন্য কথা” নিয়ে হাজির হলাম। ব্যক্তিগত কার্যক্রম, বিদেশ সফর সহ নানা কারণে এত দিন এ কলামে হাজির হতে পারিনি। আজ মুল কথা বলার আগে ছোট একটি গল্প শুনাতে চাই। তিন বন্ধু। একজনের দুই পা নেই, আরেকজনের দুই হাত নেই আর অন্যজন জন্মান্ধ। বিকেল বেলায় তিন বন্ধু একটি গাছ তলায় বসে বাতাস খাচ্ছে। পাশে এক পথিক বসে একটি পত্রিকার শিরোনাম দেখে বেশ আওয়াজ দিয়ে পড়ছে। শিরোনাম টি হলো- ‘আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ’। এমন শব্দ শুনেই তিন বন্ধুর মধ্যে প্রবল আগ্রহ দেখা দিলো। তাদের মতে কাল ঈদ হলে তো ভালই হবে। অনেক টাকা, পয়সা-শিন্নি পাব। এখন শুরু হলো তাদের মাঝে আগ্রহের পালা। তারা সিদ্ধান্ত নিলো সন্ধ্যায় তারা ঈদের চাঁদ দেখবে। উঁচু একটি টিলায় বসে তিন বন্ধু পশ্চিম আকাশে সন্ধায় থাকিয়ে রইলো। হঠাৎ করে জন্মান্ধ লোকটি বলে উঠলো, কি মজা! কি মজা! ঈদে চাঁদ দেখা গেছে। এ কথা শুনে পা নেই ব্যক্তিটি ক্ষিপ্ত হয়ে উঠে বললো, শালা তোর তো চোখই নেই। তুই… । একটা লাথি মেরে…….। দু’হাত নেই ব্যক্তিটি আরো ক্ষিপ্ত হয়ে বললো, তোরে তাপ্পর মেরে…….। প্রিয় পাঠক। মূলত এদের যার যে নেই সে কথা হয়তো ভূলে গিয়ে সে অঙ্গেরই বড়াই করছে। দু’চোখ নেই বেচারা চাঁদ দেখল আর অন্য দু’জন….। আমাদের সমাজেও এমন লোকের অভাব নেই। কোন কিছু বুঝে ওঠার আগেই ঝুকির ঠেলায় যেকোন কিছুতে সাক্ষী দেয়ার প্রবণতা রয়েছে। অনেকে মিথ্যার আশ্রয় নিয়ে ফেঁসে যাচ্ছে বেড়াজালে। সামান্য কিছু ক্ষতি দেখিয়ে সমাজের কিছু সংখ্যক টাউট প্রকৃতির লোকদেরকে সাক্ষী সাজিয়ে ছোট ঘটনাকে বৃহৎ আকারে তুলা হয় কিন্তু এর পরিণাম কোথায় গিয়ে দাড়ায় কেউ কি একবারও ভেবে দেখে?। প্রিয় পাঠক। এ সব ঠক, প্রতারক ও মিথ্যুক ব্যক্তিদের কাছ থেকে সতর্ক থাকুন। না হলে সর্বনাশ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *