হবিগঞ্জের সংসদ সদস্য ও সিলেটের ডিআইজিকে মোবাইল ফোনে হত্যার হুমকিদাতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি – হবিগঞ্জের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএমকে মোবাইল ফোনে হত্যার হুমকিদাতা মূল হোতা কারণ্যক সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে শহরের গার্নিংপার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে তাকে সাংবাদিকদের সাথে হাজির করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, ১৬ সেপ্টেম্বর বিকেলে পৃথক দু’টি মোবাইল ফোন নম্বর থেকে এমপি মো. আবু জাহির ও ডিআইজি মিজানুর রহমানকে এসএমএস ও ভয়েজ কলের মাধ্যমে হত্যার হুমকি দেয়াসহ অশ্লীল কথাবার্তা বলে কারণ্যক। এর প্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ। কললিস্টের ভিত্তিতে কোন প্রকার ডকুমেন্ট ছাড়া সিম বিক্রির অভিযোগে ১৭ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের বোরহান উদ্দিন রুমন ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের মিজানুর রহমানকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে বুধবার কারণ্যক সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২টি সিম, ৫টি মোবাইল ফোন, ২টি পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। কোন প্রকার ডকুমেন্ট ছাড়াই কারণ্যক মোবাইল সিম সংগ্রহ করে। সে সিমের প্রকৃত মালিক ও তার প্রতিবেশী সুরঞ্জনকে বিপদে ফেলার জন্য হুমকি প্রদান করে বলে পুলিশকে জানিয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *