হবিগঞ্জের ৮টি উপজেলায় অবৈধ টমটমের ছড়াছড়ি অধিকাংশ চালকই রিক্সা, ভ্যান ও ট্রলির ড্রাইভার

প্রথম সেবা রিপোর্ট – শুধু হবিগঞ্জ শহরে নয়। ৮টি উপজেলা ও ছোট বড় সকল হাট বাজারে অবৈধ টমটমের আনা গোছা বৃদ্বি পেয়েছে। অধিকাংশে টমটমের চালক রিস্কা,ভ্যান, টেলা ও মালবাহী টলির চালক। এছাড়া ১৩/১৪ বছরের কিশোর বয়সের ছেলেরা রয়েছে এ তালিকায়। সাধারণ যাত্রীরা অত্যান্ত নিরুপায় অবস্থায় এসব টমটমে উঠে মারাতœক দূঘঠানার শিকার হচ্ছে। মর্মান্তিক ভাবে যেখানে সেখানে প্রান হারাচ্ছে শিশু-কিশোর বৃদ্ধ সহ সকল বয়েসের নারী-পুরুষ। এসব অদক্ষ চালকের হাতে সাম্পাতিক সময়ে শুধু হবিগঞ্জ সদরেই জ্জ জন স্কুল ছাত্র-য় এসব টমটমে উঠে মারাতœক দূঘঠানার শিকার হচ্ছে। মর্মান্তিক ভাবে যেখানে সেখানে প্রান হারাচ্ছে শিশু-কিশোর বৃদ্ধ সহ সকল বয়েসের নারী-পুরুষ। এসব অদক্ষ চালকের হাতে সাম্পাতিক সময়ে শুধু হবিগঞ্জ সদরেই ডজনখানেক স্কুল ছাত্র-ছাত্রী প্রান হারিয়েছে। আহত হয়েছে শতাধিক। দুঘটনোর শিকার হাজারও লোক এখনও পশু জীবন যাপন করছে। কিন্তু এসব অবৈধ টমটম চালনার পিছনে কারা? কার আশিবাদ পুষ্টে বছরের পর বছর এসব টমটম জেলার সব কাটি উপজেলা সদর সহ প্রত্যহ অঞ্চলে চালাচ্ছে। সকল প্রশ্নোত্তর অন্তর কার কারছ টাওয়া যাবে এমন প্রশ্ন ভুক্তভোগীদের সম্পতি হবিগঞ্জ শহরে বৈধ কাগজপত্রবিহীন অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে ৫টি পয়েন্টে পৌরসভার নাম্বার প্লেইটবিহীন ৪০টি টমটম আটক করেছে আইনশৃংখলা বাহিনী সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লা’র নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফি উল্লা ও উম্মে কুলসুমা সম্প্রতি সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন, এস আই ইকবালসহ একদল পুলিশ ও পৌরসভার কর্মকর্তাগণও অভিযানে অংশ নেন। শহরের বেবীস্ট্যান্ড. তিনকোণা পুকুরপাড়, কোর্টস্টেশন ও থানার মোড় পয়েন্টে চেক পোস্ট বসানো হয়। অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *