প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দিবেন আজ

প্রথম সেবা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ভাষণ দিবেন। অন্যান্য বছরের মতোই, ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলা ভাষায় ভাষণ দেয়ার দৃষ্টান্ত অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষায় তার ভাষণ দিবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম নিয়মিত অধিবেশনে সাধারণ বিতর্কের তৃতীয় দিনে বুধবার ১৪তম বক্তা হিসেবে তিনি তার ভাষণ দিবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিউ ইয়র্ক সময় দুপুর ১২টার আগে বা পরে তিনি ভাষণ দিবেন বলে আশা করা হচ্ছে। তার ভাষণের খসড়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘের মঞ্চ থেকে আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বৈশ্বিক নিরাপত্তা, শাসন ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য, অভিবাসী শ্রমিক, জলবায়ু পরিবর্তন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) এবং নতুন গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *