চুনারুঘাটে ইকনোমিক জোন বন্ধের দাবীতে মানববন্ধন

মোঃ ফারুক মিয়া ঃ চুনারুঘাট উপজেলার চান্দপুর-বেগমখান চা-বাগানের কৃষি জমিতে স্পেশাল ইকোনোমিক জোনের (বিশেষ অর্থনৈতিক অঞ্চল) বন্ধের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে ৫১১.৮৩ একর জমি অর্থনৈতিক জোন স্থাপন এলাকায় ২৩টি চা-বাগানের শ্রমিক ও কেন্দ্রীয় ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ মহাসমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহবায়ক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, তেল-গেস-বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, কার্যকরী সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির বজলুর রশিদ ফিরোজ, গনসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সৈকত মলিক, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকি আক্তার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শিউধনি কূর্মি, সাধারণ সম্পাদক রামভজন কৈরি, ভূমি রক্ষা কমিটির যুগ্ম আহবায়ক স্বপন সাঁওতাল, কাঞ্চন পাত্র, লক্ষীচরণ বাক্তি, যুগ্ম সদস্য সচিব সূর্য কুমার রায়, সহ সদস্য সচিব সাধন সাঁওতাল, সাতটি চা ভ্যালির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ এবং সকল চা বাগানের পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলে জান দিবো তবুও আমাদের মাথা গোজার মাতৃভুমি দখল করতে দেবনা ¯োগান দেয়। এখানে বিদেশি বিনিয়োগ হবে, অনেকের চাকুরী হবে, রাস্তাঘাট উন্নত হবে, এরকম বহু আশ্বাস দেয়া হচ্ছে। কিন্তু চা-শ্রমিকসহ এলাকাবাসী কি হারাবে তা বলা হচ্ছে না। আমরা শিল্পের বিরুদ্ধে নই। আমরা আমাদের কৃৃষিজমি ধ্বংসের এবং চা-শ্রমিকদের আবাদি জমি কেড়ে নেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি। তারা আরো বলেন, স্পেশাল ইকোনোমিক জোনে স্থানীয় জনগণ চাকুরির সুযোগ পেয়েছে এমন নজির কোথাও নেই বলে বক্তারা জানান।চুনারুঘাটে ইকনোমিক জোন বন্ধের দাবীতে মানববন্ধন

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *