Monthly Archives: February 2016

বাহুবল সুন্দ্রাটিকির বাতাসে এখনো লাশের গন্ধ

বাহুবল প্রতিনিধি ঃ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি এলাকার বাতাসে এখনো লাশের গন্ধ। বসন্ত বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। বিশেষ করে যেখান থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে সেখানকার মানুষ লাশের গন্ধ বেশি পাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। উল্লেখ্য, গত ১২ ফেব্র“য়ারি শুক্রবার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার ভাই আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০) নিখোঁজ হয়। ওই দিন বিকালে তারা খেলতে গিয়ে নিখোঁজ হয়। কিন্তু তারা আর বাড়ি ফিরেনি। পরদিন ওয়াহিদ মিয়া বাহুবল থানায় সাধারণ ডায়েরি করেন। তবে থানা পুলিশ বিষয়টি স্বাভাবিক মনে করে উদ্যোগী ...

কলেজ ছাত্রীকে ঘরে তুলে নেয়ার শর্তে জামিন নিলেও ভিন্ন পথে সাইফুল ও তার পরিবার

এম সাজিদুর রহমান ঃ চুনারুঘাটের কলেজ ছাত্রী জেসমিন আক্তারকে গৃহবধূর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয়ার শর্তে দীর্ঘ এক মাস জেল হাজতের পর অর্ন্তবর্তীকালিন জামিন নিলেও ভিন্ন পথে হাটছে স্বামী সাইফুল ইসলাম ও তার পরিবার। গত ১৫ ফেব্র“য়ারী হবিগঞ্জের জেলা ও দায়রা জজ উপরোক্ত শর্তে সাইফুলের জামিন আবেদন মঞ্জুর করেন। বিচারক ১৫ দিনের মধ্যে সামাজিকভাবে জেসমিনকে গৃহবধূর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয়ার নির্দেশ দিয়েছিলেন। এসময় সাইফুলের পিতা ইয়াকুত মিয়া, ঘটনার মূল কারিগর সাইফুলের ফুফা ইসমাইল মিয়া আদালতের এই আদেশ আপাদ ম¯তক সরাসরি মেনে নেন। এরপরই আদালত সাইফুলের জামিন আবেদন মঞ্জুর করেন। উল্লেখ্য, চুনারুঘাটের বগাডুবি গ্রামের ইয়াকুত মিয়ার পুত্র সাইফুল ইসলাম একই গ্রামের আব্দুল আউয়ালের কলেজ পড়–য়া কন্যা জেসমিন আক্তারকে ভালবেসে গত ...

নরঘাতক আব্দুল আলী বাগালের কু-কীর্তি

বিশেষ প্রতিনিধি ঃ বাহুবল উপজেলার রশিদপুর ও ফয়জাবাদ চা বাগানের কোল ঘেঁষে নিভৃত এক গ্রাম সুন্দ্রাটিকি। বাহুবল সদর থেকে ৫ কিলোমিটার দূরের এ গ্রামের অধিকাংশ লোকই শ্রমজীবী। কাজ করেন চা বাগান, লেবু বাগানে। অন্যান্য টুকটাক কাজও করেন কেউ কেউ। অবস্থাপন্ন কিছু পরিবারও রয়েছে এ গ্রামে। আলাদা কোনো বিশেষত্ব না থাকায় আশপাশের দু’ দশ গ্রাম সুন্দ্রাটিকির তেমন পরিচিতি ছিল না। তবে নৃশংস এক ঘটনায় দেশজুড়ে পরিচিত হয়ে উঠেছে নিভৃত এ গ্রামটি। গ্রামের একটি বিল থেকে চার শিশুর মাটিচাপা লাশ উদ্ধারের পর রাতারাতি গ্রামটি পরিচিত হয়ে পড়ে দেশজুড়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে গ্রামটি। আলোচনায় আছেন গ্রামটির বাসিন্দা আব্দুল আলী বাগাল ও তার পরিবার।কে এই আব্দুল আলী বাগাল ঃ সুন্দ্রাটিকি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ...

মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রী লাঞ্চিত

মাধবপুর প্রতিনিধি ঃ মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্চিত করেছে এক শিক্ষার্থী। এ ঘটনাটি আপোষে নিষ্পত্তি করার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কয়েক মাস যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী উপজেলার রাজনাগর গ্রামের নান্নু মিয়ার ছেলে রাজিব মিয়া। প্রেমের প্রস্তাবে ওই ছাত্রী রাজি না হওয়ায় রোববার দুপুরে গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা শেষে ওই শিক্ষাথী বাড়িতে যাবার পথে রাজিব তাকে আটক করে শাররীক ভাবে লাঞ্চিত করে এবং মোবাইল ফোন দিয়ে ছাত্রীর ছবি তুলে ফেজবুকে ছেড়ে দেবার হুমকি দেয়। এ ব্যাপারে ...

চুনারুঘাটে দরিদ্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারে সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী সাফিয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছাঃ সাফিয়া খাতুনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ। এতে বক্তব্য রাখেন নারী ফোরামের সহ-সভাপতি ও ইউপি সদস্য মমতাজ বেগম, কোষাধক্ষ লায়লা নুর, কার্যকরী সদস্য আছমা আক্তার। উল্লেখ্য, নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে চুনারুঘাটে এই প্রথম ৯৬ জন দরিদ্র ছাত্রীদের মাঝে ১টি ...

চুনারুঘাটের শ্রীকুটা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনিশ্চিত : সমবায় কর্মকর্তার তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন?

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাটের শ্রীকুটা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। রাজনীতির গ্যাড়াকলে এ অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে অভিভাবক মহলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এছাড়া যথাযথ প্রচার হয়নি মর্মে অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ নির্বাচন স্থগিত করায় চলছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই বলছেন নির্বাচন বানচাল করে বিশেষ ব্যক্তিকে ঐতিহ্যবাহী এই বিদ্যাপিঠের উচ্চ মসনদে বসানোর নীলনকশার অংশ হিসেবে এমন পরিস্থিতি তৈরী করা হয়েছে। এমনকি নির্বাচন স্থগিত বিষয়ে সমবায় কর্মকর্তার প্রতিবেদন নিয়ে খোদ উপজেলা প্রশাসনেই মতানৈক্য দেখা দিয়েছে। জানা গেছে, গত ১৭ ফেব্র“য়ারী উক্ত নির্বাচন অনুষ্টানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। এর পূর্বেই কতিপয় ব্যক্তি যথাযথ প্রচারণা হয়নি মর্মে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের তদন্তের জন্য দায়িত্ব ...

৪ শিশু হত্যাকান্ডের পর বেরিয়ে আসছে অনেক অজানা কাহিনী

স্টাফ রিপোর্টার ॥ দেশজুড়ে আলোচিত বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর ৪ শিশু হত্যাকান্ডের ঘটনার পরে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর কাহিনী। ঘটনার নেপথ্য কাহিনী এবং অনেক চলমান ঘটনার অনুসন্ধানে বাতাসে উড়ছে অনেক অজানা কথা। মুর্তিমান ত্রাস আব্দুল আলী বাগাল ও তার দুই ছেলেসহ কয়েক সহযোগি গ্রেফতারের পর অনেকটা স্বস্থি ফিরে এসেছে গ্রামে। নানা শঙ্কার মাঝেও মুখ খুলতে শুরু করেছেন ঘটনা সংশ্লিষ্টরা। তাদের দেয়া ভাষ্য এবং অনুসন্ধানে জানা যায়, একটি পরিবারের কাছে পুরো গ্রামবাসী প্রায় জিম্মি অবস্থায় থাকলেও স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের তেমন একটা প্রতিকার মনোভাব ছিলনা। যার সুবাদে বাগাল পরিবার বেপরোয়াভাবে এলাকায় চালিয়ে যাচ্ছিল একের পর এক অপ্রীতিকর ঘটনা। চুরি, ডাকাতি, খুন-রাহাজানিসহ নারী নির্যাতনের মতো জগণ্য কর্মকান্ডে জড়িত থাকলেও উপজেলা পরিষদের বড় ...

চুনারুঘাট প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টার ঃ একুশের প্রথম প্রহরে চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করেছে চুনারুঘাট প্রেসক্লাব। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, রাইরঞ্জন পাল, মনিরুজ্জামান তাহের, ওয়াহিদুল ইসলাম জিতু, খন্দকার আলাউদ্দিন, আকরামুল ইসলাসহ অনেকেই।

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আছে ডাক্তার নাই

মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা নিয়মিত যান না। কেউ সপ্তাহে একদিন কেউ বা আবার মাসে একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে শতভাগ উপস্থিতি দেখিয়ে বেতন উত্তোলন করছেন। দীর্ঘদিন ধরে মাধবপুর হাসপাতলে এ অবস্থা চলতে থাকায় শত শত রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচেছ। আঙ্গুলের চাপ দিয়ে চিকিৎসকদের হাজিরা নিশ্চিত করার জন্য ডিজিটাল যন্ত্র স্থাপন করা হলেও রহস্যজনক কারনে এটি এখন বিকল। ডাক্তাররা হাসপাতালে উপস্থিত হয়ে এ যন্ত্রে চাপ দিলে ঢাকা থেকে তার উপস্থিতি গ্রহন করা হয়। চিকিৎসা বঞ্চিত রোগীরা জানান, মাধবপুর হাসপাতালের করুন অবস্থা সম্পর্কে উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য সহ বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডাঃ সারোয়ার জাহান তার নিজ বাড়ি ...

খুনিদের ফাঁসি দাবিতে উত্তাল জনপদ

মোঃ নূরুল ইসলাম মনি: বাহুবলের আবাল-বৃদ্ধ-বণিতা, ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ সকল শ্রেণী-পেশার মানুষ এক কাতারে। সবার কথা একটাই, ‘৪ শিশুর খুনিদের ফাঁসি চাই’। এই দাবিতে গত শনিবার দিনভর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাট-বাজার, গ্রাম-গঞ্জ ছিল উত্তাল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে লোকজন নেমেছিল রাস্তায়। তারা প্লে-কার্ড, ফেস্টুন ও ব্যানার উঁচিয়ে সুন্দ্রাটিকি গ্রামে ৪ শিশু হত্যার প্রতিবাদ এবং খুনিদের ফাঁসির দাবি জানান। যা একটি মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মিরপুর বাজারে সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল, দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল অনার্স কলেজ, বেলা ২টায় ইসলামপুর-গোলগাঁও সড়কে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় মানববন্ধন এবং বেলা ৩টায় বাহুবল বাজারে সচেতন নাগরিক সমাজ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এসব মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ...

চুনারুঘাটসহ জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে প্রকাশনী সংস্থার প্রতারণা : অসাধু শিক্ষকদের নজরানা দিয়ে পাঠ্যভূক্ত করা হচ্ছে নিম্নমানের বই

স্টাফ রিপোর্টার : চুনারুঘাটসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে কয়েকটি প্রকাশনী সংস্থার বই সিলেবাসভুক্ত করার লক্ষ্যে শিক্ষকদের ম্যানেজ করার অভিযোগ উঠেছে। ঢাকার কয়েকটি প্রকাশনী সংস্থার প্রতিনিধি হবিগঞ্জে অবস্থান করে লাইব্রেরীওয়ালাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাখ টাকা দিয়ে তাদের বই পাঠ্যভুক্ত করার কৌশল নিয়েছে। এতে লাইব্রেরী ব্যবসায়ী এবং অসাধু শিক্ষকদের পছন্দের প্রকাশনী সংস্থার বই কিনতে গিতে সর্বস্বান্ত হচ্ছেন শিক্ষার্থীরা। খোজ নিয়ে জানা গেছে, গত ডিসেম্বর থেকেই আদিল, মাদার, পপি ও আল-ফতাহ সহ কয়েকটি প্রকাশণী সংস্থার প্রতিনিধিরা সরকার নিষিদ্ধ গাইড বইসহ নিম্নমানের বই বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যভুক্ত করার পরিকল্পনা নিয়ে জেলা সদরে অবস্থান করছে। তারা প্রথমে লাইব্রেরীওয়ালাদের মাধ্যমে বিদ্যালয়ের নাম ঠিকানা সংগ্রহ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজ করতে নগদ টাকাসহ উপঢৌকনের অপার দেয়। ...

চুনারুঘাটের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠেনি শহীদ মিনার বা স্মৃতিস্তম্ভ

আবুল কালাম আজাদ ঃ ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক ও অলিউল্লাহদের কথা গ্রামের কিশোররা জানুক বা না জানুক প্রতি বছর বাঁশ ও কলাগাছের তৈরি অস্থায়ী শহীদ মিনারে তারা ফুল দেয়। তরুণ-কিশোরদের সঙ্গে যোগ দেয় শিশুরাও। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা সারা রাত জেগে পরিশ্রম করে নিজেরাই বাঁশ কিংবা কলাগাছ দিয়ে তৈরি করে শহীদ মিনার। নানা রঙে নিজের হাতে সাজিয়ে তোলা এ শহীদ মিনারেই প্রভাতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। শুধু দেওরগাছ নয়, পুরো উপজেলায় কিশোর শিক্ষার্থীরা অসংখ্য অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। মহান ২১শে ফেব্র“য়ারী রোবাবার উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী আদর্শবাজার, মধ্য দেওরগাছসহ অনেক স্থানেই দেখা গেছে এমন অস্থায়ী শহীদ ...

গাজীপুর জিএসপি’র টেলিভিশন কাপ ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট উপজেলার গাজীপর জিএসপি উদ্যোগে আন্তঃ উপজেলা টেলিভিশন কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস ফাইনাল এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন শামসু। বিষেশ অতিথি ছিলেন মুন্সী শফিকুর রহমান জামাল, মোহাম্মদ আলী, শোয়েব চৌধুরী, জিকেএসপি প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ভূইয়া বিপ্লব ও জিকেএসপি সভাপতি জনাব সুজাতুল হক ভূইয়া সহ-সভাপতি নাজমুল হক ভূইয়া লিমন, সাধারণ সম্পাদক জাহিদুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম ও সার্বিক সহযোগিতায় ডিজেন্দ্র চন্দ্র শর্মা ও তাহির আহমেদ। স্কুলে ছিলেন জাহিদুল হক চৌধুরী ও নুরুল আলম বাবলু, ধারাভাষ্যকার ছিলেন আসাদুজ্জামান শামীম ও শফিউজ্জামান সাফি। খেলাটি পরিচালনা করেন ...

বাহুবলে ৪ শিশু হত্যার বিচার দাবিতে চুনারুঘাটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ বাহুবলে সুদ্রাটিকি গ্রামে চার শিশু শুভ, তাজেল, মনির ও ইসমাইল হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৪টায় পৌর শহরের মধ্যবাজারে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ, পদক্ষেপ গণপাঠাগার, ধামালী ও ধ্র“পদী পরিবার, সংগঠনের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধন শেষে শিক্ষক এস.এম মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান মহালদার, পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, ধামালী সংগঠনের সভাপতি এডভোকেট মো¯তাক আহমদ, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সংস্কৃতি পরিষদের সদস্য আমিনুল ইসলাম সুজন। সভায় বক্তারা বাহুবলের মতো সারা দেশে শিশু হত্যা বন্ধ ও দ্রুত বিচারের দাবি জানান।

রানীগাঁও-পারকুল সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এডঃ মাহবুব আলী এমপি

নুরুন্নাহার শিমু ঃ আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিানর হাত শক্তিশালী করতে সকলকে আহবান জানান। তিনিও আরও বলেন ৯নং রানীগাও ইউনিয়নে ৩জন দলীয় প্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী। এতে এলাকার পরিচিত দলের নিবেদিত কর্মী হিসেবে এবং ইউনিয়নের নেতাকর্মী, সাধারণ মানুষের জনমত অনুসারে যাচাবাচাই করে নেত্রী যাকেই দলীয় প্রতীক দিবেন তাকেই আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে এবং নৌকা বোঝাই করে বিজয় নিশ্চিত করবেন। গত শুক্রবার চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল চা-বাগান সড়ক পাকাকরন কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন প্রধান অতিথি চুনারুঘাট-মাধুবপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। পাকাকরণ কাজের উদ্বোধনী সভায় রানীগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আঃ জলিলের সভাপতিত্বে ...

চুনারুঘাট প্রেসক্লাবের প্রবেশ পথ বন্ধ : সাংবাদিকদের মাঝে ক্ষোভ

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট প্রেসক্লাবের প্রবেশ পথে সীমানা প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলা প্রশাসন সীমানা প্রাচীর দিয়ে প্রেসক্লাবের প্রবেশ পথ বন্ধ করে দেন। এ নিয়ে চুনারুঘাটে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের মাঝে চরম ক্ষোভ, অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। এ বিষয়ে সোমবার বিকাল ৪টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আলমগীর হোসেন, বর্তমান সহ সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, রাইরঞ্জন পাল, মনিরুজ্জামান তাহের, ওয়াহিদুল ইসলাম জিতু, এস এম সুলতান ...

চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাউছার বাহারের গনসংযোগ অব্যাহত

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাউছার আহমেদ বাহার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্র্বচনী উপলক্ষে দূর্গাপুর বাজারে এক বিশাল গনসংযোগ ও নির্বাচনী প্রচারনা করেছেন। গতকাল সোমবার সন্ধায় দূর্গাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন কাউছার আহমেদ বাহারের ভাই সুপ্রীম কোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ, আঃ খালেক, নুর মিয়া, শহিদ মিয়া, সফিক মিয়া, নজির আলী, জহুর আলী, আঃ সত্তার লাল মিয়া, জুনাব আলী, আঃ রহমান, সামছুল হক, নছিম আহমেদ, আঃ আহাদ, শাহ আলম, আঃ হাই, জব্বার মিয়া, মুদ্দত আলী, মোসাহিদ মিয়া আঃ কালাম, সালাউদ্দিন উস্তার মিয়া প্রমুখ। পথ সভা চেয়ারম্যান প্রার্থী কাউছার বাহার বলেন, আমি আপনাদের সুখে দুঃখে সব পাশে ...

চুনারুঘাট থানার নতুন ওসি নির্মলেন্দু চক্রবর্তী যোগদান

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন নির্মলেন্দু চক্রবর্তী। গত বুধবার সন্ধায় চুনারুঘাট থানায় যোগদানকালে থানার ওসি (তদন্ত) মোঃ ইকবাল হোসেন সহ থানার সকল পুলিশ সদস্য তাকে ফুল দিয়ে বরন করেন। এর পূর্বে তিনি বানিয়াচং থানায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। নির্মলেন্দু চক্রবর্তী ১৯৯০ সালে পুলিশ বিভাগে চাকুরিতে যোগদান করেন। ইতিপূর্বে তিনি সিলেট, হবিগঞ্জ সদর, বি-বাড়িয়া, মৌলভীবাজার ও কুমিল্লায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সুনামগঞ্জ জেলা সদরের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি ২ মেয় ও ১ ছেলের জনক। নির্মলেন্দু চক্রবর্তী চুনারুঘাট উপজেলার সকলের কাছে সহযোগীতা ও আশির্বাদ কামনা করছেন।