Daily Archives: January 26, 2016

ইসলামী শিক্ষার অভাবে যুব সমাজ ধবংসের দিকে ধাবিত হচ্ছে

মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেছেন, ইসলামী শিক্ষার অভাবে দেশের যুব সমাজ তাদের নৈতিকতা হারিয়ে ধবংসের দিকে ধাবিত হচ্ছে। আমরা ছোটবেলা মসজিদ ও মক্তবে গিয়ে কায়দা-ছিপাড়া পড়ে ধর্মীয় নীতি নৈতিকতা অর্জন করতে সক্ষম হয়েছি। মুসলমান ছেলে মেয়েদের ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে। ইসলামে কোন সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। ধর্ম কর্ম পালনের পাশাপাশি দেশ, জাতির শান্তি ও কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইমাম ও আলেম ওলামাদের অগ্রণী ভুমিকা পালনের আহবান জানান। তিনি গত ২৩ জানুয়ারী মাধবপুর উপজেলাধীন ইটাখোলা কাশিপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহিউজ্জামান হারুনের মাতা মরহুমা হাজী ...

মাধবপুরের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক

মাধবপুর প্রতিনিধি ঃ মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৭৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি। শনিবার রাতে পৃথক স্থানে বিজিবি’র ধর্মঘর বিওপি’র সুবেদার এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সব মাদক দ্রব্য আটক করা হয়। অন্যদিকে একই উপজেলার পূর্ব শিয়ালউড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় মদ-৭২ বোতল এবং ওই উপজেলার ১৫ নং ন্যাশনাল চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার ঔষুধ-৯৯৬ পিস আটক করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ।

নবীগঞ্জে যুবলীগ নেতার বাসায় ডাকাতি আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট

নবীগঞ্জ প্রতিনিধি ঃ নবীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে একদল ডাকাত হানা দিয়ে বাসার সামনের গেইটের ভালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ২টি ল্যাপটপ, ৩টি দামী মোবাইল ফোন, প্রয়োজনীয় কাগজপত্রসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘরের লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।