ইসলামী শিক্ষার অভাবে যুব সমাজ ধবংসের দিকে ধাবিত হচ্ছে

মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেছেন, ইসলামী শিক্ষার অভাবে দেশের যুব সমাজ তাদের নৈতিকতা হারিয়ে ধবংসের দিকে ধাবিত হচ্ছে। আমরা ছোটবেলা মসজিদ ও মক্তবে গিয়ে কায়দা-ছিপাড়া পড়ে ধর্মীয় নীতি নৈতিকতা অর্জন করতে সক্ষম হয়েছি। মুসলমান ছেলে মেয়েদের ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে। ইসলামে কোন সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। ধর্ম কর্ম পালনের পাশাপাশি দেশ, জাতির শান্তি ও কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইমাম ও আলেম ওলামাদের অগ্রণী ভুমিকা পালনের আহবান জানান। তিনি গত ২৩ জানুয়ারী মাধবপুর উপজেলাধীন ইটাখোলা কাশিপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহিউজ্জামান হারুনের মাতা মরহুমা হাজী জমরুতুন্নেছার কুলখানি অনুষ্ঠানে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কুলখানি অনুষ্ঠানে আলহাজ্ব মহিউজ্জামান হারুন এর তত্ত্বাবধানে বক্তব্য রাখেন, ইটাখোলা সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমির হোসেন, মিলাদ শরীফ পরিচালনা করেন মোড়াপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুছ নুরী এবং মোনাজাত পরিচালনা করেন, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের সহ গদীনিশীন পীর আলহাজ্ব মাওলানা মুফতি শাহ সুফী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ। কুলখানি অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ১০ হাজার মানুয় অংশগ্রহণ করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *