সাতছড়ি জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ২০ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হতে চলেছে। সাতছড়ি জাতীয় উদ্যানে ১৪৯ প্রজাতির পাখি, ২৪ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ১৮ প্রজাতির সরিসৃপ প্রাণী রয়েছে। এর মধ্যে ২০ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হতে চলছে। বিলুপ্ত প্রায় এসব প্রজাতির মধ্যে রয়েছে চিতা বাঘ, মেছো বাঘ, লজ্জাবতি বানর, মায়া হরিণ, উলুক, ময়না পাখি, ঘুঘু পাখি, টিয়া পাখি, ঈগল পাখিসহ উল্লেখযোগ্য বন্যপ্রাণী কালের আর্বতে হারিয়ে যাচ্ছে। সাতছড়ি জাতীয় উদ্যানের পাশের টিপরা পলীর বাসিন্দাদের সাথে আলাপ করলে তারা বলেন, এক সময় ওই উদ্যানে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণীর অভয়াশ্রম ছিল। এখন আর সে দৃশ্য দেখা যায় না। আমাদের ছেলে মেয়েরা এসব বন্যপ্রাণীর নাম ভুলতে বসেছে। তারা আরও জানান, বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী গুলো রক্ষার জন্য বর্তমানে বন বিভাগের কোন উদ্যোগ চোখে পড়ে না। বিলুপ্ত হওয়ার কারণ সম্পর্কে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা বলেন, জাতীয় উদ্যানের পাশের বিভিন্ন চা বাগান গুলোতে ক্ষতিকর কীটনাশক ও ওষুধ প্রয়োগ এবং বন্যপ্রাণী সংরক্ষনে নিরাপদ অভয়াশ্রম না থাকায় এসব বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ। এছাড়া শীতকালে সাতছড়ির ৭টি ছড়ার সব ক’টিই শুকিয়ে চৌচির হয়ে যায়। ফলে বন্যপ্রাণীরা পানির তৃষ্ণায় দিক-বিদিক ছুটাছুটি করে। কখনও কখনও ওইসব গ্রামাঞ্চলে গিয়ে পুকুরে পানির তৃষ্ণা নিবারণ করে। অনেক সময় এসব প্রাণী মানুষের কাছে ধরা পড়ে যায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *