শায়েস্তাগঞ্জ চোর ডাকাতদের নিরাপদ আস্তানা ॥ প্রশাসন যেন নির্বিকার

স্টাফ রিপোর্টার ঃ শায়েস্তাগঞ্জ এখন চোর ডাকাতদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। প্রতিদিন প্রাণঘাতি ঘটনার মধ্য দিয়ে কোন না কোন স্থানে হচ্ছে চুরি ও ডাকাতি। স্থানীয় পত্রিকায় নিউজ আসছে, থানাতে মামলাও হচ্ছে কিন্তু আজ পর্যন্ত কোন চুরি বা ডাকাতির প্রকৃত আসামী দুরের কথা সন্দেহহানী ভাবে ও কাউকে প্রশাসন গ্রেফতার বা আটক করতে পারে নাই। তারা যেন নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন। গত দুই মাসে শুধু শায়েস্তাগঞ্জ এলাকায় প্রায় অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে নতুন ব্রীজ ও পুরানবাজারেন বিভিন্ন দোকানে প্রায় অর্ধ কোটি টাকার নগদসহ মালামাল চুরি হয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চোরেরা অস্ত্রের মুখে জিম্মি করে চুরি করছে। কিন্তু না চোর ধরা পড়ছে না অস্ত্র। শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে শুরু করে অলিপুর প্রাণ কোম্পানি এলাকার মধ্যবর্তী এলাকাগুলোতে দিনদুপুরে হচ্ছে রোড ডাকাতি। কারা এই ডাকাত? প্রশ্ন জনমনে থাকলেও এর উত্তর কারও জানা নেই। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা ম্যানেজার ব্যাংকে টাকা জমা রাখতে হলে তাদেরকে প্রাণঘাতির আশংকায় থাকতে হয়। মহাসড়কে দিন দুপুরে চলছে ডাকাতি, রাতে দোকান মালিকদের ঘুম হয়না চোরের ভয়ে। এলাকার চোরের এখন ডিজিটাল হয়ে গেছে, তারা এখন গ্রাম ছেড়ে শহরে আস্তানা গেড়েছে। নতুন ব্রীজ এলাকাতে শিশু পাচারসহ কিডনাপিং এর মত ঘটনা ঘটছে। কিন্তু তাদের সর্ম্পকে প্রশাসনের কাছে কোন ধরণের তথ্য নেই। শায়েস্তাগঞ্জ সহ এর আশ পাশের এলাকায় প্রাণ কোম্পানী সহ বিভিন্ন কোম্পানির লোক বাসা বাড়া নিয়ে বসবাস করছে। তারা আসলে কোম্পানি বা কোন প্রতিষ্টানের লোক কিনা না তা কারও জানা নেই। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কুখ্যাত সন্ত্রাসীদের আস্তানা গড়ে উঠেছে শায়েস্তাগঞ্জ। স্থানীয় কিছু অসাধু লোকদের সহযোগিতা ও মদদে তারা একের পর এক করে যাচ্ছে ওইসব ঘটনা। শায়েস্তাগঞ্জের মুখোশ ধারী কিছু ভদ্র বেশী লোক যারা প্রশাসনের চোখে আঙুল দিয়ে দিনের পর দিন করে যাচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই, শিশু পাচার, মাদক পাচারসহ মারাতœক জগন্যতম অপরাধ। কিন্তু তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শায়েস্তাগঞ্জ দাউদ নগর বাজার এলাকার এক ব্যবসায়ী জানান, আমরা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করেও একটি মোটর সাইকেল কিনতে পারি না। অথচ বাড়ী ঘর নেই, নানার বাড়ীতে তাদের বাবা ঘর জামাই হিসেবে থাকে ছোট একটি কুড়ে ঘর বাবা অস্স্থু, ভাই অর্ধ ডজন, বেকার কোন কাজ নেই চাকরী ও করেনা। নুন আন্তে পান্তা পুরানোর কথা যাদের তারা কি করে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রাইভেট কার ক্রয় করে দিব্যি চালাচ্ছে। তারা কি ভাবে নবাব সিরাজুদৌলার মত চলাচল করে। প্রশ্ন উঠছে জনমেন। প্রশাসন কি তাদের দিকে একবারও নজর দিতে পারে না? এলাকাবাসী জানে তারা কি করে কিন্তু কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না । কারণ তাদের পিছনে আছে তাদের প্রভাবশালী মামা। মামার ক্ষমতায় চলে আইন রাজ্য, ভাগিনার অবাদে চলে অপরাধ রাজ্য। আর মানুষ হচ্ছে সর্বস্থ হারা, ব্যবসায়ীদের মাঝে বাড়ছে আতংক, কেউ বা করছেন হাহাকার। তাদের কে শান্তনা দেওয়ার মত ও কেউ নাই। মামলা হচ্ছে, তদন্ত চলছে, কিছু দিন চলে গেল তার পর আর কোন খবর নেই। তারা কারা? আশে পাশে ঘুরে বেড়াচ্ছে ডাকাত ও চোরেরা। শায়েস্তাগঞ্জ এলাকার ব্যবসায়ী মহল প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছেন, ওই সব মুখোশ ধারী ভদ্র বেশী ডাকাতদেকে যেন অতি দ্রুত আইনের আওতায় এনে ব্যবসায়ীদের কে নিরাপদে ব্যবসা বানিজ্য করার সুযোগ করে দেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *