হবিগঞ্জে রাজনৈতিক দলের ব্যানারে ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ জনমনে প্রশ্ন?

বিশেষ প্রতিবেদক ঃ হবিগঞ্জ এখন শান্ত। পৌর নির্বাচনের পর সব কিছু যেন থমকে আছে। রাজনৈতিক কর্মসূচি যেমন নেই, নেই কোন সহিংসতাও। বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রেফতার আর ষড়যন্ত্রমূলক মামলা আতংক এখনো কাটেনি। জামায়াত শিবিরের কোন কর্মকান্ড নেই বললেই চলে। সরকার সমর্থক দলের মধ্যে একে অপরের সমালোচনা আর গিবদ ছাড়া যেন আর কোন বিষয় নেই। তবে এক শ্রেণীর চাটুকার আছেন যারা যখন যে সরকার থাকে, তাদের প্রতি আনুগত্য আর তোষামোদ করে নিজ নিজ ফায়দা হাসিল করে নিতে ব্যাস্ত সময় পার করতে দেখা যায়। বর্তমান পরিবেশ পরিস্থিতি বিশ্লেষন করলে এমনই দাঁড়ায় যে যারা অধিক তোষামোদ, আনুগত্য আর প্রভূভক্তি প্রদর্শন করতে পারদর্শী তারাই সফল অধিক। কোন যোগ্যতার প্রয়োজন হয়না। মূল বিষয় হচ্ছে তিনি কতটুকু আস্থাভাজন। আস্থাভাজন এমনই একটি বিষয় যা যোগ্যতার মান সম্মান করে দেয়। সাম্প্র্রতিক পৌর নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়ার ক্ষেত্রে সরকারী দল আর বিরোধী দল সমূহের মধ্যে পক্ষপাতিত্ব, অর্থ বানিজ্য আর নেতৃৃবৃন্দের স্বার্থ সংশ্লিষ্টতার ব্যাপক অভিযোগ। যার ফলে নির্বাচনী ফলাফলেও ঘটেছে ভরাডুবি। জেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এর যে, ব্যাপকতা পরিলক্ষিত হতে দেখা গেছে। পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোকেই এর খেসারত গুনতে হবে এ মন্তব্যও কম নয়। ত্যাগী নেতা কর্মীদের মধ্যে বিজয় যেখানে নিশ্চিত। সেক্ষেত্রে ভুল সিদ্বান্তের কারনে পরাজয়ের গ্লানি নিতে হয়েছে। সেই গ্লানি তুষের আগুনের মত ত্যাগী নেতা কর্মীদের মধ্যে জ্বলছে। এ আগুন হয়ত কোন এক সময় দাবানলের মত দাউ দাউ করে জ্বলে উঠার আশংকাও উড়িয়ে দেয়া যায় না। যদিও গালভরা বুলি, শান্তনার বাণী দিয়ে যন্ত্রনা নিবারনের চেষ্টা নেয়া হয়েছে তা কতটুকু বিধ্বস্থ মানসিকতার ক্ষত শুকাতে কার্যকর তা বলাও মুসকিল। এ দিকে পৌর নির্বাচনের ক্ষত টানতে না টানতেই তৃনমূল পর্যায়ের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আসন্ন। এই নির্বাচনও প্রথম বারের মত দলীয় প্রতিক নিয়ে হচ্ছে। রাজনৈতিক দলের ব্যানারে স্থানীয় এই নির্বাচন সাধারন নাগরিকদের কিভাবে আকৃষ্ট করবে তা নিয়েও নানা কথা রয়েছে। তবে দলীয় মনোনয়ন নিয়ে যারা প্রার্থী হবেন তাদের মধ্যে যদি জনসম্পৃক্ততা না থাকে বা জনগনের আস্থা সংকট থাকে তাহলে ফলাফল কি দাঁড়াবে? এমনও ব্যক্তিত্ব আছেন যারা জননন্দিত, সৎ এবং জনগনের কাছে আস্থাভাজন অথচ তাদের রাজনৈতিক কোন পরিচয় নেই বা রাজনৈতিক লেবাছ গায়ে মাখতে চান না অথবা মনে-মননে রাজনৈতিক আদর্শ ধারন করে নিরবে নিভৃত্তে দলীয় কাজে নিয়োজিত তাদের অবস্থান কি কেড়ে নেয়া যাবে? সব মিলিয়ে স্থানীয় পর্যায়ের এই নির্বাচন সরকার তথা আওয়ামীলীগের অনুকুলে কতটুকু সুফল বয়ে আনবে তা সচেতন মহলের কাছে প্রশ্নই থেকে যাচ্ছে। হবিগঞ্জ জেলায় আওয়ামীলীগের জয় জয়কার দীর্ঘ দিনের। বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচনে এর প্রভাব কতটুকু প্রতিফলিত হবে তা এখন দেখার বিষয়।হবিগঞ্জে রাজনৈতিক দলের ব্যানারে ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ জনমনে প্রশ্ন?

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *