ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে আসছে ভারতীয় মাদক ॥ ধ্বংস হচ্ছে যুব সমাজ

স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে আসা ভারতীয় মাদক নির্মুলে সরকারী-বেসরকারী প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হয়ে থাকলেও বন্ধ হচ্ছেনা মাদকের চোরাচালান। প্রশাসন ও সচেতন জনগনকে ফাঁকি দিয়ে নতুন মোড়কে আসছে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, কাশের সিরাপ ফেন্সিডিল। বর্তমান সময়ে যুবকদের কাছে ইয়াবা খুবই পছন্দের। এছাড়াও ফেন্সিডিলের আকাশ ছোঁয়া দামের বিপরীতে সম্প্রতি মাদকাসক্তদের মাঝে প্রিয় হয়ে উঠছে অধিকতর কমমূল্যের ভারতীয় সিরাপ কোরেক্স।  ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে ভারতীয় বিভিন্ন ধরণের মাদকদ্রব্য। এর মধ্যে আখাউড়া সীমান্ত এলাকা থেকে শুরু করে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকা পর্যন্ত প্রায় ৬৫কিলোমিটার দৈর্ঘ্যরে বাংলাদেশ ও ভারতীয় সীমান্ত এলাকার অধিকাংশ স্থলভাগ হওয়ায় এই পথ মাদক চোরাচালানীদের মসৃন রুটে পরিনত হয়েছে। ব্রাহ্মনবাড়ীয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রতিদিন বাংলাদেশ ভূ-খন্ডে প্রবেশ করছে ভারতীয় অবৈধ মাদক ফেন্সিডিল, কোরেক্স, মদ ও গাঁজার বিশাল চালান। আখাউড়া, সিঙ্গারবিল, হরষপুর, হবিগঞ্জ জেলার মনতলা, হরিনখোলা, ধর্মঘর, তেলিয়াপাড়া, সাতছড়ি, চিমটিবিল, গুইবিল, দুধপাতিল, বাল্লা এবং মৌলভীবাজার জেলার সাতগাঁও, সিন্দুরখাঁন ভারতীয় মাদক চোরাচালানের নিরাপদ সড়ক। স্থল সীমান্ত এবং দেশের অন্যান্য জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এসব পথ দিয়ে আসা ভারতীয় মাদক সহজেই পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে। সড়ক ও রেল পথে সহজ যোগাযোগ ব্যবস্থার সুযোগে প্রতিদিন সীমান্তবর্তী এলাকাগুলোতে পরিচিতি ও অপরিচিতমুখ মাদক ব্যবসায়ীদের আনাগোনা লক্ষ্য করার মত। স্থলসীমান্ত ও কম ঝুঁকিপূর্ন হওয়ায় অভিনব কায়দায় ভারত থেকে পাচার হয়ে আসছে এসব মাদক। সরেজমিনে দেখা যায়, আখাউড়া, সিঙ্গারবিল, হরষপুর, মনতলা এবং ধর্মঘর সীমান্ত দিয়ে ভিটামিন সিরাপের মোড়কে আসছে ফেন্সিডিল এবং যা বুঝার উপায় থাকেনা যে, নতুন মোড়কে পাচার হচ্ছে ভারতীয় মাদক। নারী ও শিশুদের ব্যবহার কাঠাল, তরমুজ, লাউ-কদুর খোলসে করে  মাদক পাচারের পুরাতন কৌশলের সাথে যুক্ত হয়েছে মোড়ক কৌশল। ৭শ হতে ১ হাজার টাকা মূল্যে বিক্রি হচ্ছে ১০০ মিলি’র এক বোতল ফেন্সিডিল যার ভারতীয় মূল্য মাত্র ৮০ রুপী। ফেন্সিডিলের দাম অধিকাংশের নাগালের বাইরে হওয়ায় সম্প্রতি আবির্ভাব ঘটেছে কোরেক্স নামক ভারতীয় কফ সিরাপের। ১০০ মিলি’র এক বোতল কোরেক্স বিক্রি হচ্ছে ৪শ হতে ৬শ টাকায় যার ভারতীয় মূল্য মাত্র ৭৪ রুপী। মাদক নির্ভর ও মাদকাসক্তির কাছে অসহায় ছাত্র-যুবক-তরুনদের যেকোন মূল্যে মাদক সংগ্রহের অদম্য আকাঙ্খা এসব অবৈধ মাদকের মূল্য বৃদ্বির প্রধান কারন বলে জানিয়েছেন বিশেজ্ঞরা। চুনারুঘাট উপজেলা সদর তথা চুনারুঘাট পৌরসভা ও এর আশেপাশের অন্তত ১০টির অধিক স্পটে বিক্রি হচ্ছে ভারতীয় ফেন্সিডিল ও কোরেক্স। মাদক বিক্রেতা ও মাদক সেবীদের নিকট এগুলো যথাক্রমে ‘কালা’ ও ‘লাল’ নামে পরিচিত। কফ সিরাপের পাশাপাশি ভারতীয় মদ, হুইস্কি, বিয়ার ও গাঁজা’র রয়েছে ব্যাপক চাহিদা। চুনারুঘাট রেল ষ্টেশন তথা আমতলী বাজার মাদক মজুদের নিরাপদ কেন্দ্র। চুনারুঘাটের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে পাচার হয়ে আসা মাদকদ্রব্য আমতলী বাজারে মজুদ হয়ে চুনারুঘাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হয়ে থাকে। দেওরগাছ গ্রামের ‘অ’ ও ‘আ’ আদ্যাক্ষরযুক্ত নামের ব্যক্তিদের সহায়তায় গড়ে উঠেছে মাদক চোরাকারবারীর শক্তিশালী সিন্ডিকেট। জানা যায় যে, উক্ত সিন্ডিকেট ভারতীয় অবৈধ মাদকের পাশাপাশি স্থানীয় চা বাগানগুলো থেকে অবৈধ উপায়ে সংগৃহিত চা, বন্যপ্রাণী ও কাঠের ব্যবসাও চালিয়ে আসছেন। চুনারুঘাট দক্ষিন বাজারের ‘জ’ ‘ম’ ‘স’ ‘ট’ ‘স’ আদ্যাক্ষরযুক্ত নামের ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। উত্তর বাজারের ‘ল’ ও ‘ব’ আদ্যক্ষরযুক্ত ব্যক্তিরা কৌশলে চালাচ্ছেন সব ধরনের মাদকের রমরমা ব্যবসা। খুব সহজেই শিশু-কিশোররা পরিচিত হয়ে উঠছে বিভিন্ন প্রকার মাদক দ্রব্যের সাথে। দেশের সামগ্রিক উন্নতির পথে বাধা হয়ে দাড়িয়ে থাকা অবৈধ মাদকের বিষাক্ত ছোবলে সবচে’ বেশী আক্রান্ত হচ্ছে উঠতি কিশোর ও তরুনরা। কোন কোন ক্ষেত্রে মাদক সেবন নিশ্চিত করতে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে মাদকাসক্তরা। অতিরিক্ত ঝুঁকি নিতে মাদকাসক্তরা সবচেয়ে উপযুক্ত মাধ্যম এবং অধিকতর কম পারিশ্রমিকে এদের নিয়োগ করা যায় বলে একজন মাদকাসক্ত মাদক ব্যবসায়ী জানান। সূত্র জানায় যে, শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট প্রশাসনের নিকট থেকে প্রাপ্ত বিশেষ সংকেতের মাধ্যমে সহজ করে তুলছে মাদকের চালান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাদক ব্যবসায়ী জানান যে, সীমান্তরক্ষী,আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় মাস্তানদের ম্যানেজ করতে প্রতিমাসে দিতে হয় বিপুল পরিমান টাকা, ফলে অতিরিক্ত মূল্যে বিক্্ির করতে হচ্ছে এসব মাদক দ্রব্য।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *