Monthly Archives: August 2016

আজ ভয়াল ১৫ই আগস্ট॥ বাঙালী জাতির বিভীষিকাময় ইতিহাসের এক ভয়ঙ্কর দিন

প্রথম সেবা ডেস্ক ॥ আজ ভয়াল ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। বেদনাবিধুর ও কলঙ্কের কালিমায় কলুষিত বিভীষিকাময় ইতিহাসের এক ভয়ঙ্কর দিন। জাতি আজ শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে তার শ্রেষ্ঠ সন্তানকে। দিনটি সারা দেশে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হচ্ছে। দেশে ও বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে আজ, তোলা হবে কালো পতাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। ১৯৭৫-এর ১৫ আগষ্ট নির্মম বুলেটের আঘাতে ঘৃণ্য খুনিরা নৃশংসভাবে হত্যা করে বাঙালি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রাজনীতির সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও নারী-শিশুরাও সেদিন রেহাই পায়নি ঘৃণ্য কাপুরুষ এই ঘাতকচক্রের হাত থেকে। সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে আরও প্রাণ হারান তার ...

জাতীয় শোক দিবস ॥ মহানায়কের মহাপ্রয়াণ

অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদঅ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ

সংবাদ সম্মেলনে আত্মহত্যার হুমকি॥ শাহজালাল কলেজে ঘুষ না দেয়ায় ১৩ প্রভাষকের চাকুরী স্থায়ী করণ হচ্ছে না

জাকারিয়া চৌধুরী ॥ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণের পর শিক্ষকতার চাকুরী নিয়ে যখন তাদের সরকারী প্রথম শ্রেনীর কর্মকর্তা হওয়ার সোনালী সম্ভাবনা সেখানে কতৃপক্ষের ঘুষের দাবী পুরন করতে না পারায় নিয়োগপত্র না পেয়ে ১৩ শিক্ষকের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। চাকুরী হারানোর যন্ত্রনায় তারা এখন চরম দিশেহারা। মাধবপুর উপজেলার শাহজালল বিশ্ববিদ্যালয় কলেজকে জাতীয়করনের ঘোষনায় এলাকাবাসী আনন্দিত হলেও ওই ১৩ শিক্ষক যে কোন সময় কর্ম হারাতে পারেন। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন। অন্যথায় তারা আত্মহত্যার পথ বেছে নিবেন বলে সংবাদ সম্মেলনে হুমকি প্রদান করেছেন। গত বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজের বাংলা বিভাগের প্রভাষক মমতাজ বেগম বলেন কলেজের অধ্যক্ষসহ কমিটির একটি অংশের ঘুষ ...

চুনারুঘাটে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সদর ইউনিয়নের পূর্ব হাসারগাঁও গ্রামের সাবেক সৌদি প্রবাসী আইয়ুব আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। ডাকাতির ঘটনার খবর পেয়ে গতকাল রবিবার সকালে সদর ইউনিয়ের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, ওয়ার্ড মেম্বার আব্দুল জলিলসহ এলাকার মুরুব্বীয়ানরা পরিদর্শন করেন। ডাকাত কবলিত প্রবাসীর স্ত্রী আয়েশা বেগম জানান শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের মুখোষ পরিহিত একদল ডাকাত দরজার চিটকেরি ভেঙ্গে ঘরে ঢুকে তার হাত পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা নগদ ৬৫ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল ফোন ও ২টি বিদেশী লাইট লুট করে পালিয়ে যায়। পরে তার শোরচিৎকারে আশেপাশের লোকজন ...

অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ॥ গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের সৃষ্ট ঘটনার অবসান নিয়ে আগামী শনিবার বৈঠক

বিশেষ প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অপসারণ ও অতিরিক্ত ফি আদায় ফেরত এবং শিক্ষকদের কটাক্ষ করে ম্যানেজিং কমিটির এক সদস্যের গালিগালাজের বিয়ষ নিয়ে ম্যানেজিং কমিটি, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে বিপক্ষে একই স্থানে ডাকা সমাবেশ প্রশাসন বন্ধ করে দিয়েছে। আমামপাড়া বাজার কমিটির সভাপতি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার রাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এ ব্যবস্থা গ্রহন করে। ফলে গতকাল শনিবারের সমাবেশ হয়নি এবং বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পায় এলকাবাসী। এদিকে গত ১৫ দিন ধরে সৃষ্ট সমস্যা ও কলেজের অচলাবস্থার অবসান হয়েছে। আগামী ২০ আগষ্ট শনিবার উভয় পক্ষকে নিয়ে উপজেলা পরিষদে এক সমঝোতা বৈঠকের সিদ্ধান্তে এ অচলাবস্থার অবসান ঘটে। স্থানীয় সুত্র জানায়, গাজীপুর স্কুল এন্ড ...

বৈকুন্ঠী চা বাগানের শ্রমিক ও স্টাফদের ৪ মাসের বেতনভাতার দাবীতে জেলা প্রসাশক কার্যালয়ে মানববন্ধন

এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ জেলা প্রসাশক কার্যালয়ে বৈকুন্ঠ চা-বাগানের শ্রমিকরা বেতন ভাতার দাবী মানববন্ধন করেছে। গতকাল রবিবার সকাল ১১টায় এ মানববন্ধন পালন করে। এতে চা-বাগানের শত শত শ্রমিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাধবপুর উপজেলার বৈকুন্ঠী চা বাগানে ৪১৫ শ্রমিক ও ৮ স্টাফ বেতন, রেশন ও চিকিৎসা সেবা পাচ্ছে না। বেতন ও রেশন না পেয়ে শ্রমিকরা পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছে। ইতিমধ্যে শ্রমিক স্টাফসহ ৫ জন অনাহারে অর্ধাহারে মারা গেছেন বলে শ্রমিকরা জানিয়েছেন। ৪ মাস ধরে বাগান ম্যানেজার ও দুই কর্মকর্তা লাপাত্তা হয়ে গেলেও শ্রমিকরা বাগানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাচ্ছেন না তাদের শ্রমের ন্যায্য মজুরী ও রেশন। এতে যে কোন সময় ফুঁসে উঠতে পারে ওই বাগানের শ্রমিকরা। গত বুধবার ...

চুনারুঘাটের কালেঙ্গায় ক্রেল প্রকল্পের কৃষক মাঠ দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের পার্শবর্তী আমতলা গ্রামে কৃৃষক মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার আমতলা গ্রামের শিল্পী আক্তারের বাড়িতে সুষম খাবার প্রদানের মাধ্যমে আধা নিবিড় পদ্ধতিতে উন্নত জাতের হাঁস পালন বিষয়ক এ কৃষক মাঠ দিবসের আয়োজন করে ইউএসএইড’র ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইকো-সিস্টেমস্ এন্ড লাইভলিহুস্ (ক্রেল) প্রকল্প। ক্রেল প্রকল্পের লাইভলিহুড ফেসিলিটেটর শরীফুজ্জামানের সঞ্চালনায় কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিলেন সাইট অফিসার মোস্তফা হায়দার, স্থানীয় সেবাদানকারী ও সিএমসি সদস্য ফয়সাল চৌধুরী ও আমতলা গ্রামের প্রায় ৬০ জন কৃষক। জানা যায়, বন নির্ভরশীল হওয়ায় আমতলা গ্রামের শিল্পী আক্তারকে ২০১৪ সালে সুষম খাবার প্রদানের মাধ্যমে আধা নিবিড় পদ্ধতিতে উন্নত জাতের হাঁস পালন বিষয়ে প্রশিক্ষণ দেয় ক্রেল প্রকল্প। এরপর একই বছরের আগস্ট মাসে ...

বাহুবলে দুই মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৮

বাহুবল প্রধিনিধি ॥ বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার তিতারকোনা নামক স্থানে এ দুঘর্টনাটি ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। তিতারকোনা গ্রামের বাসিন্দা জমির আলী জানান, ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার তিতারকোণা নামকস্থানে ঢাকাগামী মাইক্রোবাস ও সিলেটগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে চালকসহ আট জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছে। মিরপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোঃ তারা মিয়া সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকায় বাংলাদেশী দুই ইমামকে গুলি করে হত্যা

প্রথম সেবা ডেস্ক ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের আলাউদ্দিন আখন্জি (৫৫) এবং সহকারী ইমাম তেরা মিয়া (৭৫) যুক্তরাষ্ট্রের আল-ফুরকান জামে মসজিদ থেকে জোহুরের নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বিত্তরা গুলি করে হত্যা করে। তারা দু’জনই বাংলাদেশি বংশোদ্ভূত ছিলেন। নিহত আলাউদ্দিন আখন্জি ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। ৫ বছর পূর্বে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি একজন প্রসিদ্ধ আলেম হিসেবে খ্যাতি লাভ করেন। গত শনিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে নিউইয়র্কের কুইন্সে প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার সময় তারা দুজনই ঐতিহ্যবাহী ইসলামি পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। এর কয়েক মিনিট আগেই আল ফুরকান জামে মসজিদে তারা একসঙ্গে নামাজ আদায় করেন। নিহত ইমাম আলাউদ্দিন আখনজির ভাই ...

চুনারুঘাটে গালিব মতিন ইসলামিক ওয়েলফেয়ার শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গালিব মতিন ইসলামিক ওয়েলফেয়ার শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ও দাখিল মাদ্রাসার আয়োজনে রানীগাঁও দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অুনুষ্ঠিত হয়েছে। সভায় গালিব মতিন ইসলামিক ওয়েলফেয়ার শিক্ষা ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোঃ আজিজুর রহমান মানিক মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আর্ন্তজাতিক অপরাধ ট্র্রাইব্যুনালের প্র্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, মিরাশী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ ...

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা আজগর হোসেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কাটানিপাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজগর হোসেন মাস্টার (৬৩) আর নেই (ইন্নলিল্লাহি.......রাজীউন)। গত মঙ্গলবার ভোর ৫টায় বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার উপজেলার গাজীপুর কাটানিপাড় গ্রামে নামাজে জানাযা শেষে রাষ্টীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম, গাজীপুর ইউনিনের নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির খান, সাবেক জেলা কমান্ডার আব্দুর রহিম জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছামাদ, মুক্তিযোদ্ধা সাংগঠনিক জিতু মাষ্টার, চুনারুঘাট থানার ওসি তদন্ত ইকবাল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্থরের জনসাধারণ। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী এবং নাতি নাতনীসহ অসংখ্য অত্মীয়স্বজন রেখে গেছেন।

গোলগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের গোলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কাজল মিয়া বলেছেন, মান সম্মত শিক্ষার আলোকে কোমলমতি শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষে বর্তমান সরকার শিক্ষা বান্ধব তাই সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন, শিক্ষক নিয়োগসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবীক পরিবর্তনের জন্য ৩স্থর বিশিষ্ট শিক্ষানীতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হিসেবে কাজ করবে। গোলগাঁও সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ দত্তে’র' বদলির জনিত উপলক্ষে বুধবার দুপুরে বিদায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গোলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ সাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা খাতুনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ...

চুনারুঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলীর স্মরণে

শোক সভা ও দোয়া মাহফিল স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সভাপতি সদ্য প্রয়াত আলহাজ্ব শওকত আলী জমাদারের স্মরণে সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার নরপতি এতিমখানা মাঠে শোক সভায় সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ খাইরুল আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ন-সস্পাদক মোজাহিদ মিয়া পরিচালনায় শোক সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা বিএনপির সেক্রেটারি মোজাম্মেল হক তালকুদার, যুগ্ন-সম্পাদক আজিজুর রহমান কাজল, এডঃ মীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সামসুল হক তালকুদার, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব কাউসার উল গনি, এডঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডঃ ...

চুনারুঘাট থানার আরিফুল আলম খান হলেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই ও গোয়েন্দায় মুসলিম

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানার এএসআই আরিফুল আলম খান সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই হিসেবে ক্রেস্ট ও সম্মাননা পদক পেয়েছেন। গতকাল শনিবার সকাল ১১টায় সিলেট রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে এ ক্রেস্ট প্রদান করেন সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার শাহজালাল এবং সিলেট জেলার পুলিশ সুপার মনিরুজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ। উলেখ্য, জুলাই মাসের গ্রেফতারী পরোয়ানাসহ ভাল কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। এতে ভবিষ্যতে ভাল কাজের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে। এছাড়াও চুনারুঘাট থানার গোয়েন্দা বিভাগের গাজী মোঃ মুসলেম উদ্দিন ৫ম বারে মত সিলেট রেঞ্জের শ্রেষ্ট গোয়েন্দা পুরস্কার পান।

ভারতের কারাগারে হবিগঞ্জের ৩ ব্যক্তি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ দালালদের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে ২ মাস ধরে ভারতের পশ্চিবঙ্গের বালুরঘাট কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন হবিগঞ্জের ৩ ব্যক্তি। তারা হলেন- মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কোলাই চাচর গ্রামের কলিম মোল্লার পুত্র শহীদ মিয়া (২২), একই গ্রামের আশু সরকারের পুত্র সাদ্দাম সরকার (২৩) ও শায়েস্তাগঞ্জ থানার বিশাউড়া গ্রামের মৃত রহিছ আলীর পুত্র জিল্লু মিয়া (৪৮)। বিষয়টি হবিগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটিকে অবগত করেছে ভারত রেডক্রিসেন্ট সোসাইটি। সূত্র জানায়, প্রায় দুই মাস পূর্বে দালালদের মাধ্যমে অবৈধ পথে ভারতে যায় শহীদ, সাদ্দাম ও জিল্লুর। সেখানে গিয়ে কয়েকদিন থাকার পরই ভারতের পুলিশ তাদেরকে গ্রেফতার করে। প্রায় দুই মাস ধরে তারা ভারতের কারাগারে বন্দি রয়েছে। সম্প্রতি এ বিষয়টি ভারত রেডক্রিসেন্ট ৯০১৪/৩৮০/১৬ইং ...

চুনারুঘাটে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করেছে মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মোবাইলকোর্ট পৃথক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে জমা রাখা প্রায় ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোবাইলকোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মারুলউড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার ও একই ইউনিয়নের দৌলতখা ফিসারীর নিটক হতে ৭ হাজারসহ মোট ১৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলন করে রাখা বালু জব্দ করেন। জব্দকৃত বালুর মালিক না পাওয়া মোবাইল কোর্ট বসিয়ে নিলামে মাধ্যমে প্রকাশ্যে ভ্যাট ও আয়করসহ ৫ লাখ ১০ হাজার টাকা বিক্রি করা হয়। পরে নিলামে বিক্রিকৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়। মোবাইলকোর্টে সহযোগিতায় ছিলেন চুনারুঘাট থানার এএসআই ...

নবীগঞ্জে খাবার খেয়ে ৩০ বরযাত্রী অসুস্থ

জুয়েল চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার আলমপুর গ্রাামে বিয়ে বাড়ির খাবার খেয়ে মহিলাসহ প্রায় ৩০ বরযাত্রী অসুস্থ হয়ে পড়েছে। গত শুক্রবার ওই গ্রামের ফজলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া রোগীরা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর ফজলুর রহমানের কন্যা মর্জিনার বিয়ে ছিল হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের এক যুবকের সাথে। বিয়েতে বিভিন্নস্থানের অতিথিরা আসেন। খাওয়া-দাওয়া শেষে কন্যা বিদায়ের পর হঠাৎ কনের বাড়িতে আসা অতিথিরা অসুস্থ হয়ে পড়েন। এতে রোজিনা বেগম (৪০), রিপা আক্তার (২০), আয়াত আলী (৪০), শাহ আলম (২০)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ অন্যান্যদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থদের মাঝে বরের বাড়ির লোকজনও রয়েছে বলে তারা জানান।