কালিশিরী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ শিক্ষিত নয় সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান

এম এস জিলানী আখনজী ॥ শিক্ষা কার্যক্রমকে তরান্বিত করতে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুম সৃষ্টি সরকারের অন্যতম প্রতিশ্র“তি। চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিশিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-মাল্টিমিডিয়া ক্লাস রুম ও শিশু শ্রেণী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি (চুনারুঘাট-মাধবপুর) ৪ আসনের এমপি এডভোকেট মাহবুব আলী বলেছেন, শুধু শিক্ষিত হলে চলবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবা করার আহবান জানান তিনি। গত ৩ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে কালিশিরী বিদ্যালয়ে ২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে সিলেট বিভাগের মাঝে সবচেয়ে ব্যয়বহুল মনিটর স্কীন দিয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম ও শিশু শ্রেণীর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। প্রধান শিক্ষক মতিউর রহমান ও সহকারী শিক্ষক সুমন কান্তি দেব রায়ের সঞ্চালনায় এসএমসি সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন খলিলুর রহমান ও গীতা পাঠ করেন সুকণ্যা দেবরায়। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ ও মানপত্র পাঠ করেন মেহজাবিন দৃষ্টি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড: আকবর হোসেন জিতু, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, আমুরোড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন, রাণীগঞ্জ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কুশল আহমেদ রণি, সহ: অফিসার আঃ রউফ মিয়া, জেলা শ্রেষ্ঠ শিক্ষক জালাল উদ্দিন, প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, প্রধান শিক্ষক আঃ রহিম চৌধুরী, শিক্ষক দ্বিজেন্দ্র শর্মা, ওয়াহিদুল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মালেক, ছালেহ আহমদ আখঞ্জী, জিতু মিয়া খন্দকার, কামাল আহমেদ, আলী হায়দার, রিতা হোম চৌধুরী ও শামছুন্নাহার প্রমূখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ আজ ডিজিটাল তাই তোমরা ডিজিটাল ক্লাস রুম সুবিধা ভোগ করছো। তিনি আরও বলেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দেব’। নারী শিক্ষা খুবই জরুরী একটি বিষয়। মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। উল্লেখ্য, এলাকাবাসীর দাবী আমু চা-বাগান থেকে আমতলী পর্যন্ত রাস্তা পাকা করনের দাবী জানালে তিনি বলেন, অচিরেই রাস্তা পাকাকরণ কাজ শুরু হবে বলে আশ্বাস দেন জনগনকে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *