চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার শতভাগ সাফল্য

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার এবারো শতভাগ পাশের পাশাপাশি অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। ১১২ জন ছাত্র/ছাত্রী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ-প্লাসসহ শতভাগ পাশ করেছে। গত ২৪ আগষ্ট বৃহস্পতিবার কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে সারা দেশে স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ফলাফল প্রকাশিত হয়। গত ২৪ জুন সারা দেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই ভাবে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারসহ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদিত হবিগঞ্জের ১৯টি প্রতিষ্ঠানের প্রায় ৭ শতাধিক ছাত্র/ছাত্রী হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ১১২জন ছাত্র/ছাত্রীই এ-প্লাস পেয়ে কৃতকার্য হয়েছে। কৃতকার্য শিক্ষার্থীরা হলো- দিপালী বাউরী (চন্ডিছড়া), শিমু বাক্তী  (বেগমখান), ফাতেমা আক্তার দিশা (আসলা), লিজা আক্তার (হাতুন্ডা), আশরাফুল আলম (উছাইল), লিটন চৌহান (গিলানী, মিতালী আক্তার (আছিপুর), বাশিরা খাতুন (গাতাবলা), জুবায়ের আহমেদ (বড়জুষ), রাজিয়া আক্তার (রাজাকোনা), রাজিয়া খাতুন (রানীরকোট), সুইটি দাস (রানীরকোট), লিজা আক্তার (রানীরকোট), শেখ সামিউল ইসলাম (গোগাউড়া), হালিমা খাতুন চম্পা (সাত্তালিয়া), মাহমুদা আক্তার (সাত্তালিয়া), তাহজিবুল হাসান বিজয় (উছাইল), সুমা আক্তার (গঙ্গানগর), রুবেল দত্ত (ব্রাহ্মণডোরা), অমর ফারুক (বড়চর), জুয়েল মিয়া (শায়েস্তাগঞ্জ), নাসির উদ্দিন (বড়চর), তোফাজ্জ্বল হক (দেওরগাছ), শাহ আলম মিয়া (নিশ্চিন্তপুর), সুহেলা আক্তার (বড়াইল), এম এ মামুন (দেওরগাছ), শিল্পি আক্তার (মনতলা), ফারজা আফরোজ (মাধবপুর), শামীমা আক্তার, রবিউল ইসলাম, আজগর আলী, খোর্শেদ আলম, শরিফ উদ্দিন, আশরাফুল হক, আরিফুর রহমান, মনিরুল হোসেন, আখি রাণী দেব, সখিণা বেগম, মেহেরুন্নেছা, মোহাম্মদ আলী হোসেন, আবু তোরাব, সাথী আক্তার, সাধন দেবনাথ (রূপসপুর), আব্দুল মালেক (হাতুন্ডা), অলিউর রহমান সোহাগ (আমকান্দি), মামুনুর রশীদ চৌধুরী (হাতুন্ডা), হৃদয় দাস (রূপসপুর), নিপা আক্তার (হবিগঞ্জ), নুরুন্নাহার আক্তার (পীরেরগাঁও), মাহমুদা আক্তার (নরপতি), পপি আক্তার (অলিপুর), সুহেলী দেবনাথ (সাটিয়াজুরী), হামিদা আক্তার (আসলা), জুলেখা আক্তার (কেউন্দা), নুরুন্নাহার পুষ্পা (কেউন্দা), জান্নাতুল হাফিজা  (গোগাউড়া), নাজমা আক্তার  (কেউন্দা), লাকি আক্তার (নরপতি), তানজিলা আক্তার (নরপতি), শেখ সাবিহা (আমকান্দি), সাবনাজ আক্তার (চামলতলী), নুরুন্নাহার বেগম (দাসপাড়া), জান্নাতুল মাওয়া শান্তা (আসামপাড়া), তাহেরা খাতুন (গাজীপুর), ইউনুস আলী সোহাগ (রানীগাঁও), প্রভাতী রাণী বিশ্বাস (ময়মনসিংহ), উষ্মি ভৌমিক চৈতি (হাতুন্ডা), হনুফা আক্তার (রাজাপুর), মেহেদী হাসান  (দেওরগাছ), হিফজুল মিয়া (নরপতি), মামুন মিয়া (নরপতি), আঃ  মুনিম লিমন (হলহলিয়া), নুরুল ইসলাম (নরপতি), সাইফুল আলম সরকার (রানীগাও), আসাদুজ্জামান( পীরেরগাও), ইফতেখারুল আলম (ফান্দ্রাইল), ইমন মিয়া (ভল্লবপুর), আহাদ আলী (নরপতি), সাদেক (হাতুন্ডা), এস এম আঃ রব নোমান (শ্রীকুটা), সোহাগ কুর্মী (কাপাই চা বাগান), স্বদেশ বাউরী (দেউন্দী), উত্তম মুন্ডা  (দেউন্দী), প্রকাশ বাকতি (দেউন্দি), উদয় সাওতাল (গেলানী), রাতুল মাল (দেউন্দি), হান্নান মিয়া (নরপতি), সাহাবুদ্দিন (আবাদগাঁও), সরুপানন্দ দত্ত (রাজাপুর), আলা উদ্দিন সুবেল (কেউন্দা), জাকির মিয়া (নরপতি), সাইদুল ইসলাম (ঘরগাও), অসিম দেবনাথ (রূপসপুর), মিতু ভৌমিক (বড়াইল), আঃ রাকিব রাফি (আমতলি), মনিরুজ্জামান নিলয় (আফজলপুর), সোহাগ মিয়া (মিরাশী), মিতুল দাস (চন্দনা), খায়রুল বাশার তপু (একডালা), শামছুল আলম (রাণীরকোট), রিয়াদ উদ্দিন খান (রানীরকোট), অন্তর রায় (হাতুন্ডা), ফয়সল আহমদ তালুকদার  (দেওরগাছ), পার্থ সারথী পাল চৌধুরী (চুনারুঘাট বাজার), হৃদয় দেবনাথ (চুনারুঘাট), ওয়ালিদুন্নবী চৌধুরী (মুছিকান্দি), ফারুক আহমদে (কাচুয়া), আফজল মিয়া (বড়কোটা), কুলসুমা আক্তার শিল্পি (বড়াইল), মনিরা আক্তার (বড়াইল), নূর জাহান তরফদার (উত্তর সতং)। উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ-প্লাসসহ শতভাগ ছাত্র/ছাত্রীরা পাশ করে আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ডের সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক-যুবতি কর্মসংস্থানের সুযোগ লাভ করছে। ইতিপূর্বে হবিগঞ্জের প্রাক্তন জেলা প্রশাসক মাহমুদ হাসান ও জেলা প্রশাসক জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, সাবেক উপজেলা নির্বাহী অফিসার নেছার আহমেদ ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভাগীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিদর্শন করে পাঠদান ও ফলাফলসহ সার্বিক বিষয়ে প্রশংসা করেছেন। অব্যাহত ফলাফল অর্জনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল হোসেন বাচ্চু।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *