চুনারুঘাট উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

খন্দকার আলাউদ্দিন ॥ যদি আমার বাল্যবিবাহ হতো তাহলে আমি আজ জেলা প্রশাসক হতে পারতাম না। সারাদেশে ৯ জন মহিলা জেলা প্রশাসক রয়েছেন। নারীকে বাধা দিয়ে কখনও উন্নয়ন করা সম্ভব নয়। আসুন আমরা সকলে মিলে বাল্যবিবাহ বন্ধ করতে এক সাথে কাজ করি। আর যেন একটিও বাল্যবিবাহ দেখতে চাইনা চুনারুঘাটে। আজ থেকে আমি চুনারুঘাট উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করছি। উপরোক্ত কথাগুলো বলেছেন গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বাল্যবিবাহ ও আলোচনা সভায় প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সাবিনা আলম। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিলের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা কৃষি অফিসার জালাল উদ্দিন সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছামাদ, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন, চুনারুঘাট রিপোর্টার ইউনিটির সভাপতি নরুল আমিন, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন-হাজী আলিম উলাহ আলিয়া মাদ্রসার প্রিন্সিপাল এ.কে আফছার আহমেদ তালুকদার, নরপতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, দেওরগাছ ইউপির চেয়ারম্যান শামছুন নাহার, উবাহাটা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, কাজী মুখলেছুর রহমানসহ উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধিগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সুশিলসমাজের ব্যক্তিবর্গ। সভায় বাল্যবিবাহ রোধে শপত গ্রহণ করান জেলা প্রশাসক সাবিনা আলম। সভার শেষে গাজীপুর ইউনিয়নের কাজী এম.এ খালেক, কাজী আব্দুল আজিজ ও কাজী আঃ মোছাব্বিরসহ ১০টি ইউনিয়নে কাজীদের অফিসের সাইন বোর্ড প্রদান করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *