হবিগঞ্জে ইমামদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযহা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলার সকল উপজেলার কেন্দ্রীয় ঈদগাহের কমিটির নেতৃবৃন্দ ও খতিবদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার জয়দেরব কুমার ভদ্র। গত শনিবার সকালে পুলিশ সুপারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সকল ঈদের জামাতে স্বেচ্ছাসেবক রাখার আহবান জানান। পৌর কর্তৃপক্ষের বর্জ্য আবর্জনা পরিস্কার করার  সুবিধার্থে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে কোরবানীর ব্যবস্থা করা এবং ঈদের দিন বিকেলে ও পরদিন কোন গান বাজনা করা যাবেনা বলেও তিনি নির্দেশ দেন।পুলিশ সুপার বলেন, ঈদের দিন ও এর পর দিন অপ্রাপ্ত বয়স্ক যুবক লাইসেন্স ছাড়া মটর সাইকেল চালাতে পারবে না। ধর্মীয় বিষয়ে মতানৈক্য থাকলে তা নেতৃস্থানীয় ব্যক্তিদের সাতে আলোচনা করে বিষয়গুলি নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। পুলিশ সুপার ঈদের পূর্বে, ঈদের দিন এবং ঈদের পরের দিন নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ রক্ষনাবেক্ষন কাজের জন্য আট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে ৩/৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার জন্য নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানান। পুলিশ সুপার সকল ইমাম ও খতিবদেরকে জুম্মার নামাজের পূর্বে এ ব্যাপারে মুসল্লীদেরকে সচেতন করার জন্যও অনুরোধ করেন। পরে তিনি জেলার বিভিন্ন পশুর হাট বাজার ইজারাদারদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূ’ইয়া সামস, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান, সুদীপ্ত রায় ও রাসেলুর রহমান, গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মর্তুজা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সবাইকে ঈদে যাতে কোন ধরনের সংঘর্ষ ও হত্যাকান্ড না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *