হবিগঞ্জে পুলিশের সেল গঠন এ মাসে কাজ শুরু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ, নারীর প্রতি সহিংস আচরনের সমাধান ও আইনী পদক্ষেপে সহায়তা প্রদানসহ নানা বিষয় মোকাবেলায় হবিগঞ্জে একটি সমন্বয় সেল গঠন করেছে পুলিশ প্রশাসন। গত শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক জরুরী প্রেস ব্রিফিংয়ে এই সেল গঠনের আনুষ্ঠানিক ঘোষনা দেন এসপি জয় দেব কুমার ভদ্র। জেলা পুলিশের মহিলা সদস্যদের নিয়ে গঠিত এই সেলের সার্বিক কার্যক্রম বাস্তবায়নে জেলায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থা, ব্র্যাক, জেলা জাতীয় মহিলা সংস্থা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরও কাজ করবে। গত ১ সেপ্টেম্বর থেকে এই সেল কাজ শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি মোঃ শামস্, এএসপি হেড কোর্য়াটার সুদীপ্ত রায়, এএসপি সাজিদুর রহমান প্রমুখ। এসপি জয় দেব জানান, চলতি মাসে এই জেলার চুনারুঘাটের নির্ভৃত পল্লীতে প্রতিপক্ষকে ফাঁসাতে বাবা-মায়ের হাতে ৭ মাসের শিশু হত্যা, টাকা নিয়ে বিদেশ না পাঠানোয় দেবরের হাতে ভাবীসহ চার হত্যাকান্ডের ঘটনায় হবিগঞ্জ পুলিশকে বেশ ভাবিয়ে তুলেছে। এছাড়া সত্য-মিথ্যে যাই হোক না কেন, বিভিন্ন থানায় দাখিলকৃত নারী নির্যাতন মামলা পর্যালোচনা করলে দেখা যায়, এই জেলায় প্রতি মাসে এ সংক্রান্ত অন্তত ৩৫টি মামলা হচ্ছে। এ ক্ষেত্রে হবিগঞ্জ রয়েছে দেশের এমন ১০ জেলার মধ্যে টপ টেনে। এইসব অবস্থা বিবেচনায় উক্ত সেল দাম্পত্য কলহ সমাধান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় অন্যন্য ভূমিকা পালন করবে। এতে করে যৌতুকের কারনে মিথ্যে মামলা কমে আসবে, অসহায় ও নির্যাতিত নারী-শিশু, ভিকটিমদের আইনী সহায়তা প্রদান, বাল্য বিয়ে প্রতিরোধ ও সচেতন করা সম্ভব হবে। বহু বিবাহ ও হিল্লা বিবাহ বন্ধ করা যাবে। অবৈধ তালাক যেমন বন্ধ করা যাবে, তেমনি নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যে মামলাও কমে আসবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *