
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জুয়া খেলার সরঞ্জামাদীসহ ৬ জুয়ারীকে আটক করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে ডিবির ওসি শাহ আলমের নেতৃত্বে এসআই আব্দুল করিমসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের সুরুজ আলীর বাগানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করে।
আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার তৈলগাও গ্রামের জমরুত মিয়া (৫০), শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আলফু মিয়া (৪০), আবুল হাশেমের পুত্র ইরাজ মিয়া (৪৮), জগন্নাথপুর গ্রামের রইছ মিয়ার পুত্র ওমর আলী (৩২), মৌলভীবাজার জেলার গবিন্দপুর গ্রামের সুপেন্দ্র রায়ের পুত্র সাগর রায় (৩৪) ও মৃত সাফু মিয়ার পুত্র সৈয়দ আলী (২৫)।
এ সময় জুয়া খেলার ৪টি বোর্ড, নগদ ১১ হাজার ৭শ টাকা এবং একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-১৫-০৩৪৫) জব্দ করা ...