Daily Archives: December 29, 2017

হাবিবের প্রশংসায় শার্লিনা

বিনোদন ডেস্ক :শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানের চেয়ে ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি। ‘চলো না’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নিয়ে খুব শিগগির ভক্তদের সামনে হাজির হচ্ছেন হাবিব। এতে তার সঙ্গে মডেল হয়েছেন শার্লিনা হোসেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাবিবের সঙ্গে কাজ করলেন শার্লিনা। শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে মিউজিক ভিডিওটির শুটিং করেন। সম্প্রতি শুটিং সেট থেকে হাবিবের সঙ্গে ফেসবুক লাইভে আসেন শার্লিনা। এ সময় শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে এ গায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন তিনি। শার্লিনা বলেন, ‘‘মনের ঠিকানা’ গানের মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথমবার হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করি। ভিডিওটি প্রকাশের পর আমি প্রচুর সাড়া পেয়েছি। অপ্রত্যাশিত হলেও এখনো সাড়া পাচ্ছি। এটাই অনেক বড় পাওয়া। দ্বিতীয়বারের মতো হাবিব ভাইয়ের সঙ্গে ...

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল শনিবার

অনলাইন ডেস্ক: চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)  এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে।এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন। এর আগে শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যান এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি ও জেডিসির ফলাফলের কপি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করবেন। একই দিনে প্রাথমিক  ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। পরে শনিবার দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল নিয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।দুপুর ১টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ...

তিন’শ কোটির ক্লাবে ‘টাইগার জিন্দা হ্যায়’

অনলাইন ডেস্ক: বলিউডের টাইগার খ্যাত সালমান খান ও লাস্যময়ী নায়িকা ক্যাটরিনা কাইফ অভিনীত ‘‌টাইগার জিন্দা হ্যায়' মুক্তির প্রথম সপ্তাহেই ব্যবধানে ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে। দেড়শ কোটি বাজেটে নির্মিত ছবিটি গত ২২ ডিসেম্বর ৫ হাজার ৭০০ স্ক্রিনে মুক্তি পায়। এর আগে, মাত্র তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে নিজেদের অভিনীত আগের ছবিগুলোর সব রেকর্ড ভেঙে দেন বলিউডের এই হিট জুটি। ভারতীয় পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সারাবিশ্ব মিলিয়ে ছবিটির মোট আয় ৩০২ কোটি সাত লাখ রুপি। এর মধ্যে ভারতে ছবিটি আয় করেছে ২৪৪ কোটি ৩৮ লাখ রুপি।

চুনারুঘাটে বৈদুতিক তারে জড়িয়ে স্কুল ছাত্রের মৃত্যু

জসিম উদ্দিন : চুনারঘাট উপজেলার রানীগাঁও গ্রামে ক্রিকেট বল আনতে গিয়ে বাড়ীর ছাদে বৈদুতিক তারে জড়িয়ে নাঈম চৌধুরী (১২) নামে এক স্কুল ছাত্রের করুন মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় এ ঘটনাটি ঘটেছে । সে স্থানীয় ব্রাক স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র । নিহত শিশুর পিতা জাহির চৌধুরী । বন্ধের দিনে বাড়ীর আঙ্গিনায় ছেলে মেয়েরা ক্রিকেট খেলছিল বলটি ছাদে পড়লে সে নিয়ে আসতে গেলে দুর্ঘটনায় শিকার হয়।

রোহিঙ্গাদের ফেরাতে প্রস্তুতি সম্পন্ন প্রথম ধাপে হিন্দু শরণার্থীদের নেবে মিয়ানমার

অনলাইন ডেস্ক: রোহিঙ্গাদের ফেরাতে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভা ও রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের পৃথক সভায় বিস্তারিত আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হয়। সূত্র জানায়, দুই বৈঠকেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। গত ২৩ নভেম্বর সই হওয়া দ্বিপক্ষীয় চুক্তির আলোকে পরবর্তী মাঠ পর্যায়ের কার্যক্রমের চুক্তি হবে। ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টের খসড়া এখন মিয়ানমারকে পাঠানো হবে। আগামী মাসে জয়েন্ট ওয়াকিং গ্রুপের প্রথম বৈঠকে এটি  সই হতে পারে।  সূত্র আরো জানায়, দুই দেশের স্বাক্ষর করা চুক্তির শর্ত অনুযায়ী জানুয়ারির মধ্যে প্রত্যাবাসন শুরুর যে সময়সীমা রয়েছে তা ধরেই সব প্রস্তুতি চলছে। মিয়ানমার প্রস্তাব মেনে নেওয়ায় এখন প্রত্যাবাসন শুরু করার ক্ষেত্রে খুব একটা জটিলতা নেই। প্রত্যাবাসনের প্রথম ধাপে হিন্দু রোহিঙ্গাদের নেবে ...

নতুন ‘নেইমার’কে নিয়ে টানাটানি

ক্রীড়া ডেস্ক:ব্রাজিলের ডেভিড নেরেস, ২০ বছর বয়সেই বিশ্বের নামি-দামি ক্লাবের নজরে পড়ে গেছেন। খেলার দক্ষতা অনেকটা নেইমারের মতো বলে তাকে আরেক নেইমার ভাবা হয়। ইতোমধ্যে এই এজ্যাক্স তারকাকে নিয়ে টানাটানি। রীতিমত ত্রিমুখী যুদ্ধে নেমেছে প্রিমিয়ার লিগের তিন ফেভারিট ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল এবং টটেনহ্যাম। গত জানুয়ারির ট্রান্সফারে ১১ মিলিয়ন পাউন্ডে নেরেসকে দলে ভেড়ায় ডাচ ফুটবল ক্লাব এজ্যাক্স। যোগ দেওয়ার পর দারুণ নৈপুণ্যে নিজেকে বসান লাইমলাইটে। এখন পর্যন্ত তার ঝুলিতে জমা পড়েছে ১৬ ম্যাচে ৮ গোল ১১ অ্যাসিস্ট। নেরেসের ঝলমলে পারফরম্যান্স দেখে ব্রাজিলের এক জনপ্রিয় সাংবাদিক তাকে পিএসজি স্টার নেইমারের সঙ্গে তুলনা করেন। ইংলিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’ জানিয়েছে, আগামী সামার ট্রান্সফারের আগে নেরেসকে ছাড়বে না বর্তমান দল এজ্যাক্স। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে কেনা মূল্যের ...

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক: ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ  (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সকাল ১০-১২টা পর্যন্ত দেশের মোট ২৮৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি জানিয়েছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে সারাদেশের ২৮৩টি কেন্দ্র তিন লাখ ৪৬ হাজার ৫৩২ প্রতিযোগী অংশ নেয়ার কথা রয়েছে। এর মধ্যে ঢাকায় রয়েছে ১৬২টি কেন্দ্র। অন্যান্য বিবিএস পরীক্ষার তুলনায় এবার আবেদন পড়েছে সর্বোচ্চ। ৩৭তম বিসিএসে অংশ নেয় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন। পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কড়া নজরদারি বসানো হবে বলে পিএসসি সূত্রে জানা গেছে। প্রশ্নফাঁস রোধে বেশ কয়েক সেট প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। কেন্দ্রগুলোতে গোয়েন্দা, র্যা ব, পুলিশ ও আনসারসহ চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোথাও ...