
স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১২১ জন ছাত্র-ছাত্রীকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের ল্যাবে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এম এ মতিন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ব্যাংক কর্মকর্তা মোঃ রায়হান উদ্দীন, বনলতা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মানিক চন্দ্র দেব। হাজী আব্দুল জব্বার জি.এল একাডেমীর অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ ইসমাঈল মিয়া। ...