চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১২১ জন ছাত্র-ছাত্রীকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের ল্যাবে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এম এ মতিন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ব্যাংক কর্মকর্তা মোঃ রায়হান উদ্দীন, বনলতা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মানিক চন্দ্র দেব। হাজী আব্দুল জব্বার জি.এল একাডেমীর অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ ইসমাঈল মিয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইন্সট্রাক্টর খাদিজা আক্তার, জেসমিন সুলতানা, লিয়াকত আলী খান, কম্পিউটার অপারেটর মোঃ তামিম হোসেন, ছাত্রছাত্রীদের পক্ষে তমা ভট্টাচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, নিজের জন্মস্থানের সেবা করা ইবাদত মনে করেই আমি নিরলস ভাবে চুনারুঘাটের ব্রীজ, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল-মাদ্রাসায় উন্নয়ন সহ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ সহ সার্বিক উন্নয়নে একক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। সমাজ থেকে দূর্নীতি দূর করতে হলে আগে নিজে সৎ হতে হবে। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ অবস্থান থেকে ভবিষ্যতের জন্য সৎ প্রচেষ্ঠায় তৈরি হলে এ বাংলাদেশ সত্যিই ডিজিটালে রূপান্তর হবে। অনুষ্ঠানে ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের সার্বিক উন্নয়ন ও কৃতি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহযোগীতার আশ্বাস দেন। আগামী ৫জানুয়ারী ২০১৮ইং উক্ত ১২১জন ছাত্রছাত্রী কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের চূড়ান্ত পরীক্ষায় হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে অংশ নেবে।
উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ লাভ করছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *