৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক: ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ  (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সকাল ১০-১২টা পর্যন্ত দেশের মোট ২৮৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি জানিয়েছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে সারাদেশের ২৮৩টি কেন্দ্র তিন লাখ ৪৬ হাজার ৫৩২ প্রতিযোগী অংশ নেয়ার কথা রয়েছে। এর মধ্যে ঢাকায় রয়েছে ১৬২টি কেন্দ্র। অন্যান্য বিবিএস পরীক্ষার তুলনায় এবার আবেদন পড়েছে সর্বোচ্চ। ৩৭তম বিসিএসে অংশ নেয় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন।

পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কড়া নজরদারি বসানো হবে বলে পিএসসি সূত্রে জানা গেছে। প্রশ্নফাঁস রোধে বেশ কয়েক সেট প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। কেন্দ্রগুলোতে গোয়েন্দা, র্যা ব, পুলিশ ও আনসারসহ চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোথাও অনিয়ম ধরা পড়লে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধীকে শাস্তি দেয়া হবে। এছাড়া দেশের প্রতিটি কেন্দ্রে পিএসসি নিজস্ব টাকায় দুটি করে মেটাল ডিটেক্টর সরবরাহ করেছে। প্রতিটি পরীক্ষার হলে একটি করে ঘড়িও কিনে দেয়া হচ্ছে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে বলেন, সব অনিয়ম এড়াতে আমরা সতর্ক। ৩৮তম বিসিএসে সর্বোচ্চ আবেদনকারী হওয়ায় প্রিলিমিনারি পরীক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে পিএসসির সদস্যসহ সকল কর্মকর্তা কেন্দ্র পরিদর্শনে থাকবেন। আগের চাইতে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *