Daily Archives: February 14, 2018

চুনারুঘাটে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাটে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, আব্দুর রশিদ মাষ্টার, চৌধুরী শামছুন্নাহার, মোঃ হুমায়ুন কবির খান, মোঃ রমিজ উদ্দিন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ, বিজিবি বাল্লা ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ, বিজিবি চিমটিবিল ও সাতছড়ি ক্যাম্পের নায়েক সুবেদার লোকমান আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মনিরুজ্জামান, ...

বাহুবলে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সরকারী জমি দখল করাকে কেন্দ্র করে গ্রামবাসীর একাংশ ও পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে, সুন্দ্রাটিকি গ্রামের চার হত্যার নিহত শিশু মনির মিয়ার পিতা আব্দাল (৩৫) ও একই গ্রামের হাবিব উল্লাহ (২৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। একই গ্রামের রেনু মিয়া (৩০), সোহেল মিয়া (২৫), বিলাল মিয়া (৩০), আব্দুল কদ্দুছ (৪৪), মোজাম্মেল (২৮ কে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ইদ্রিস আলী (৭০)কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের পার্শ্বে সরকারী পতিত টিলা রামপুর চা বাগান কর্তৃপক্ষ লিজ ...

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়ায় নোয়াপাড়া ইউপি চেয়ারম্যানের কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর থানার ব্যাপক মাদক উদ্ধার, হত্যা মামলার রহস্য উদঘাটন, দাগি অপরাধীদের গ্রেপতার ও আইন শৃংখলা স্বাভাবিক রাখায় হবিগঞ্জ জেলার সকল থানার মধ্যে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়া, সম্মাননা পত্র ও পুরষ্কার পাওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করেছেন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৭বারের নির্বাচিত স্বর্ণ পদপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর। এক বিবৃতিতে চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর বলেন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সৎ, দক্ষ ও সাহসী ভূমিকা পালন করায় গত রবিবার (৪ ফেব্রুয়ারী) হবিগঞ্জ জেলা পুলিশ সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ সুপার বিধান ত্রিপুরা (পিপিএমবার) হবিগঞ্জ জেলার সকল থানার মধ্যে শ্রেষ্ট ওসি হিসেবে সম্মাননা পত্র ও ...

বিশ্ব ভালোবাসা দিবস আজ

সেবাডেস্ক: তোমার হাতের মৃদু কড়া-নাড়ার শব্দ শুনবার জন্য/দরোজার সঙ্গে চুম্বকখণ্ডের মতো আমার কর্ণযুগলকে/গেঁথে রেখেছিলাম। কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে/ডেকে বলবে : ‘এই যে ওঠো, আমি এসেছি, আ-মি।’ কবি নির্মলেন্দু গুণের কবিতার এ পঙ্ক্তির মতোই আজ হয়তো কারও কারও জীবনে ধরা দেবে সেই আমি, সেই প্রিয়জন। হƒদয়ের গহিনে যার বসার সে হয়তো কাছে এসে বলবে, ‘এই তো আমি এসেছি।’ বসন্তের উতলা হাওয়ার এমন দিনে মনের মানুষটির পানে একগুচ্ছ গোলাপ তুলে দিয়ে অনেকেই বলবেন, ‘ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি।’ ওপ্রান্ত থেকে হয়তো কোনো উত্তর পাওয়া যাবে না। হয়তো সে চুপ করে থাকবে। হয়তো সব জড়তা ভেঙে বলতে পারে, ‘আমিও তোমায় ভালোবাসি।’ আজ ভালোবাসার জয় হবেই। আজ যে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। বসন্তের ঝিরিঝিরি বাতাসে আজ ...

লাখাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের লাখাইয়ের বামৈ (কাটিহারা) গ্রাম থেকে ৩৭ পিছ ইয়াবাসহ দুদু মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুদু মিয়া ওই গ্রামের কুদরত আলীর পুত্র।জানা যায়, উপজেলার কাটিয়ারা গ্রামের কুদরত আলীর পুত্র দুদু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।মঙ্গলবার বিকালে বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ওসি বজলার রহমানের নেতৃত্বে ও এস.আই শাহীন এবং এস.আই সামছুসহ একদল পুলিশ কাটিহারা গ্রামে অভিযান চালায়।এ সময় পুলিশ ৩৭ পিছ ইয়াবাসহ দুদু মিয়াকে আটক করে।

মাধবপুরে ভারতীয় মদ জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। মঙ্গলবার ভোরে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সিতার আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য এক অভিযান পরিচালনা করে এই মদ জব্দ করেন। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, জব্দকৃত মাদকেরে আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। তবে অভিযানকালে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।