অবৈধ ভাবে বালু উত্তোলন ॥ সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নূর উদ্দিন সুমন ॥ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গত ১লা এপ্রিল রবিবার চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সহকারী পরিচালক এস এম আশরাফুল আবেদীন আশা। তিনি ১৯৯২ সালের খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে অবৈধভাবে মুল্যবান খনিজ সম্পদ সিলিকা বালু উত্তোলন ও বিক্রয় করার অপরাধে এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান করমপুর গ্রামের মকসুদ আলীর পুত্র মোঃ ওয়াহেদ আলী (৫০), আব্দুল্লাপুর গ্রামের আব্দুল মতলিবের পুত্র রমজান আলী (৪২), ষাড়েরকোনা গ্রামের ফিরোজ আলীর পুত্র আফরোজ মিয়া (৪০), পঞ্চাশ গ্রামের আঃ রাজ্জাকের পুত্র আঃ রউফ (৩৫),গাজীপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি গোবরখলা গ্রামের আনোয়ার তালুকদারের পুত্র লুৎফুর রহমান তালুকদার এমরান (৩০), উসমানপুর গ্রামের আব্দুল মালেক (৫০)। মামলার বিবরণে জানাযায়, উল্লেখিত ব্যক্তিগন খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধিনে চুনারুঘাট থানার সুতাং নদীর ক,খ ও গ অংশ সিলিকা বালু কোয়ারী এবং হলহলিয়া মৌজার ব্যক্তি মালিকানাধীন জমি হতে প্রায় ৩ মাস যাবত অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রয় করে যাচ্ছেন। অপর একটি মামলায় জানাযায়, চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের উসমানপুর মৌজার ইছালিয়া ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন ও বিক্রয় করে আসছিলেন। খনিজ সম্পদ মন্ত্রনালয়ের কর্মকর্তারা অভিযান শুরু করলে এমরান তালুকদার ও তার সহযোগিরা পালিয়ে যায়। এসময় তারা অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে দেন। এদিকে চুনারুঘাট উপজেলার বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। ব্যাঙ্গের ছাতার মত ছড়িয়ে ছিটিয়ে আছে বালুর স্তপ। স্থানীয় উপজেলা প্রশাসন বালু আটক করে নিলামে বিক্রি করছেন। পরক্ষনেই ওই বালু খেকোরা নাম মাত্র লিজের বালির সাথে আরো বালু তুলে প্রতিনিয়ত বিক্রি করে যাচ্ছে।
Share on Facebook
Leave a Reply