গ্রামীন জনপদের কাচাঁ রাস্তা কেটে ফেলছে ইট ভাটা বালি মাটি ব্যবসায়ী

স্টাফ রিপোটার্র ॥ সামাজিক অবকাটামোর আওতাধীন অনেক কাচা সড়ক কেটে মাটি সংগ্রহ করছে ব্রিক ফিল্ড ব্যবসায়ীরা। মাটি সংগ্রহে সমাপ্ত হলেও রাস্তা মেরামতের বিষয়ে তাদের কোন সাড়া নেই। ফলে স্থানীয় ইউ/পি সদস্যরা পড়েছেন চড়ম জনরোধে। চুনারুঘাট সদর নরপতি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য শেফাজ চৌধুরী জানান, চুনারুঘাট নরপতি ইউনিয়নে ৭/৮ টি ব্রিক ফিল্ড ,৭ নং উবাহটা ইউনিয়নে রয়েছে ৩/৪ । ওই সব ব্রিক ফিল্ড ব্যাবসায়ীরা ইট তৈরীর জন্য গ্রামের ফসলী জমি থেকে মাটি টাক্টর যোগে পরিবহণের জন্য সামাজিক অবকাটামো সড়ক কেটে রাস্তা করে। পরর্বরতীতে তারা ওই রাস্তা টিক না করে ফেলে রাখে । পরবর্রতীতে চরম জন রোধে পড়তে হয় । স্থানীয় ইউ/পি সদস্যদের মাটির রাস্তা কেটে রাস্তা বিষয়ে নালিশ করলেও ইট ভাটা ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হয়। ফলে ওই সব রাস্তা দিয়ে ছোট যানবাহন দিয়ে রোগী পরিবহণ ও দুস্কর হয়ে পরে। তাই ওই সব বিষয় স্থানীয় প্রসাশন দেখে ব্যবস্থা নিলে সাধারণ গ্রামীন জনপদের সমস্যা লাঘব হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *