চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান প্রদান করলেন শ্রমিকলীগ সভাপতি খালেদ তরফদার

আব্দুল হাই প্রিন্স ॥ চুনারুঘাট উপজেলার চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান প্রদান করলেন চুনারুঘাট উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি খালেদ তরফদার। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৫টায় চুনারুঘাট পুলিশ কল্যাণ মার্কেটে আব্দুল হাই প্রিন্সের অফিস কক্ষে অনলাইন প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি মাসুক মাষ্টারের সভাপতিত্বে ও আব্দুল হাই প্রিন্সের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিকলীগ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি খালেদ তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নালুয়া চা বাগানের টিলা ইনচার্জ আবুল বাশার তালুকদার, চুনারুঘাট অনলাইন প্রেসকাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, গাতাবলা দাখিল মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম, চুনারুঘাট থানার ডিএসবি সদস্য জাকির হোসেন, চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল আলম সোহেল, নূর মোহাম্মদ, শাহীনুল হক, কমল ভৌমিক প্রমুখ। গত ২০ মার্চ মঙ্গলবার চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীরা তাদের শ্রেণিকক্ষের জন্য ১০টি ফ্যানের দাবি করলে জাতীয় শ্রমিকলীগ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি খালেদ তরফদার তাদের দাবি মেনে নিয়ে উক্ত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের সুবিধার্থে ১০টি সিলিং ফ্যান চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের নিকট হস্তান্তর করেন। সভায় শ্রমিকলীগ সভাপতি খালেদ তরফদার জানান, ভবিষ্যতে উক্ত বিদ্যালয়ের যে কোন প্রয়োজনে তিনি পাশে থাকবেন। পরে অতিথিবৃন্দরা শ্রমিকলীগ সভাপতি খালেদ তরফদারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *