সাইফুল ইসলাম রুবেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর ॥ অতঃপর স্থগিত জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আকল মিয়া খুন ॥ হত্যার পরিকল্পনা হয় ১মাস আগে – পুলিশ সুপার বিধান ত্রিপুরা

বিশেষ প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়াকে হত্যা করা হয়েছে জমি সংক্রান্ত শালিসের রিরোধ থেকে। গত রোববার আলোচিত এ হত্যাকান্ডে রহস্য উদঘাটনের দাবী করেছে পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) সংবাদ সম্মেলন করে এ রহস্য উদঘাটের বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান। পাশাপাশি এ মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামী জসিম উদ্দিন চৌধুরী ওরফে শামীম (৩৯) গত শনিবার রাতে হবিগঞ্জ বিচারিক হাকিম তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। গত রোববার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি বিধান ত্রিপুরা বলেন, শায়েস্তাগঞ্জের শাবাজপুর গ্রামের সামছুদ্দিন চৌধুরীর ছেলে জসিম উদ্দিন চৌধুরীর সঙ্গে তার মামা চুনারুঘাট মধ্যে বাজারের বাসিন্দা ফারুক মিয়া তালুকদার ও চান মিয়া তালুকদারের সঙ্গে সম্পত্তির পাওনা নিয়ে বিরোধ ছিল। এর মধ্যে চুনারুঘাট দক্ষিণ বাস স্ট্যান্ড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন জসিম উদ্দিন চৌধুরী। এ নিয়ে এক বছর আগে শালিস হয়। শালিসে সভাপতিত্ব করেন ব্যবসায়ি নেতা আবুল হোসেন আকল মিয়া। তিনি শালিসে জসিম উদ্দিন চৌধুরীকে তার দখল করা দোকানটি ছেড়ে দেওয়ার জন্য রায় দেন। কিন্তু শালিসের সিদ্ধান্ত অমান্য করে তিনি দোকানটি তার দখলে রাখেন। সম্প্রতি আবুল হোসেন তার লোকজন দিয়ে জসিম উদ্দিন চৌধুরীকে ওই ঘর থেকে উচ্ছেদ করেন। ওই ক্ষোভ থেকে হত্যাকান্ডের সূত্রপাত। বিধান ত্রিপুরা আরো বলেন, পেশাদার খুনিদের দিয়ে আবুল হোসেনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচ থেকে ছয় জন জড়িত ছিল। হত্যাকান্ডটি সংঘটিত হওয়ার ১মাস আগে চুনারুঘাট দক্ষিণ বাজারে রুবেলের ব্যক্তিগত অফিসে বসে ষড়যন্ত্র করেন আসামীরা। এ ষড়যন্ত্রে সরাসরি জড়িত ছিলেন সাইফুল আলম রুবেল। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই হত্যা মামলায় পুলিশ এ পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে। তারা হলেন অটোরিক্সা চালক চান মিয়া, সুমন মিয়া, জসিম উদ্দিন চৌধুরী এবং সাইফুল আলম রুবেল। সুমন মিয়া ও জসিম উদ্দিন চৌধুরী এজাহার ভুক্ত আসামী। গ্রেফতার বাকী দু’জনের নাম তদন্তে উঠে আসেনি। এ দিকে গত শনিবার সকালে হবিগঞ্জ বিচারিক হাকিম তৌহিদুল ইসলামের আদালতে হাজির করা হয় আসামী জসিম উদ্দিন চৌধুরীকে। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জাবানবন্দি দিয়েছেন। হবিগঞ্জ আদালত পুলিশের পরির্দশক আব্দুল আহাদ এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় মামলাটির তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দ পুলিশের ওসি শাহ্ আলমের নেতৃত্বে একদল পুলিশ জসিম উদ্দিন চৌধুরীকে ঢাকা তেজকুনিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী সাইফুল আলম রুবেলকে গত শনিবার চুনারুঘাট দক্ষিণ বাস ষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গত সোমবার বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট তৌহিদুল ইসলামের আদালতে ডিবির তদন্ত কারী কর্মকর্তা সাইফুল আলম রুবেলের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন সন্ধায় আসামীপক্ষের আইনজীবী কোর্টে রিভিশন আবেদন করলে বিজ্ঞ আদালত ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ড মঞ্জুর স্থগিত করেন। অপরদিকে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের গত রবিবার রাতে দূর্গাপুর বাজারে উপজেলা বাসীদের উদ্যেশ্যে বলেন, আমার ভাতিজা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল নির্দোষ। একটি মহল আমার ও ভাতিজা রুবেলের সামাজিক, রাজনৈতিক অবস্থান নষ্ট, ষড়যন্ত্রে উঠেপড়ে লেগেছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি। এবং আলহাজ্ব আবুল হোসেন আকল হোসেন আকল মিয়ার প্রকৃত খুনিদের বের করে আইনের আওতায় আনার জন্য আহবান জানান। সাইফুল আলম রুবেল চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, তদন্তে যার নামই আসবে তাকে কোনভাবেই তারা ছাড় দেবেন না। তিনি আরও বলেন, অপরাধীদের কোন দল নেই। কোন দলীয় পরিচয়ে তারা কাউকে মূল্যায়ন করবেন না। নিহত ব্যবসায়ী নেতা আবুল হোসেন আকল মিয়া চুনারুঘাট পৌর এলাকার কামারপট্টির বাসিন্দা। গত ১লা মার্চ আবুল হোসেন পৌর শহরের মদিনা মসজিদে ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হন । এসময় মসজিদ থেকে কয়েক গজ দূরে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দাড়ালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে নাজমুল ইসলাম বাদী হয়ে চুনারুঘাট থানায় ২ মার্চ রাতে ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহ্ আলম বলেন, এ হত্যাকান্ডের রহস্য তাদের কাছে এখন পরিষ্কার। দ্রুত অভিযোগ পত্র তারা আদালতে দিতে পারবেন বলে আশা করছেন।
Share on Facebook
Leave a Reply