সৃজনশীল মেধা বিকাশের ৩য় সাঃজ্ঞান প্রতিযোগিতা-২০১৮ সম্পন্ন

চুনারুঘাটের শিশু কিশোর সংগঠন সৃজনশীল মেধা বিকাশের ৩য় সাঃজ্ঞান প্রতিযোগিতা ২০১৮ সম্পন্ন হয়েছে। গত ৩০ শে মার্চ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকা হতে প্রতিযোগিতা শুরু হয় এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে দুপুর ১.৩০ মিনিটে প্রতিযোগিতা সমাপ্ত হয়। এ প্রতিযোগিতায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সৃজনশীল মেধা বিকাশের সভাপতি মুহম্মদ সাইফুর রহমান, কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন শেখ খাইরুল কবীর,কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন সৃজনশীল মেধা বিকাশের সহঃ সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া, প্রচার সম্পাদক আবুল খায়ের আহাদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ সোহেল,নির্বাহী সদস্য নাজিরুজ্জামান শিপন, নির্বাহী সদস্য শেখ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান সৌরভ, নাঈমুর রহমান দূর্জয়, মুজাহিদ মিয়া সহ আরো অনেকে। উক্ত প্রতিযোগিতা পরিদর্শন করেন ধামালী চুনারুঘাট এর সভাপতি, সৃজনশীল মেধা বিকাশের সম্মানিত উপদেষ্ঠা এ্যাড.মোস্তক বাহার চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ এর সম্মানিত সভাপতি এবং সৃজনশীল মেধা বিকাশের উপদেষ্ঠা জনাব বিদ্যুৎ রঞ্জন পাল, ক্রিয়েটিভ লার্নারস স্কুলের অধ্যক্ষ বাবু কৃষ্ণপদ ভট্টাচার্য্য,শায়েস্তাগঞ্জ সাফওয়ান স্কুলের প্রধান শিক্ষক জনাব কাসেম আহমদ সহ আরো অনেক জন। সৃজনশীল মেধা বিকাশের এ প্রতিযোগিতা প্রতি বৎসর হয়ে থাকে। এ বছর শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে এবং সুষ্ঠ মেধার বিকাশ ঘটাতে চেষ্টা করে।
Share on Facebook
Leave a Reply