চুনারুঘাটে আলীম উল্লা মাদ্রাসার বেহাল দশায় পরিণত

মোঃ সাইফুর রাব্বি ॥ চুনারুঘাট উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত হাজী আলিম উল্লাহ আলীয়া মাদ্রাসা বেহাল দশায় পরিনত হয়েছে। বার বার সংবাদ প্রকাশেও নড়ছে না টনক। সরজমিনে পরির্দশনে দেখা গেছে, মাদ্রাসার কাশ রুমের এক দিকে যেন গোয়াল ঘরের মতো দশায় পরিণত হয়েছে। নেই কোন সংস্কার। মাদ্রাসার এ অবস্থা নিয়ে পূর্বেও বিভিন্ন গণ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু এ বিষয়ে মাদ্রাসা প্রশাসন যেন উদাসীন। মাদ্রাসার পরিচালনা বোর্ডের সঙ্গে কথা বলতে গেলে ফোনেও পাওয়া যায় নি। এ নিয়ে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুুক এক এলাকাবাসী বলেন,এ মাদ্রাসায় দূর দূরান্তত হতে অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে আসে। কিন্তু মাদ্রাসার অবকাঠামো ভালো নয়। যার কারণে শিক্ষা প্রতিষ্টানের মান যেমন কমবে তেমনি ভাবে শিক্ষার পরিবেশ ও নষ্ট হবে। পাশাপাশি শিক্ষা তাকে চাইবে না। শিক্ষার্থীদের স্বার্থে মাদ্রাসার অবকাঠামোগত উন্নতি দাবি করেন এলাকাবাসী সহ অভিবাবক মহল।
Share on Facebook
Leave a Reply