চুনারুঘাটে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুুপুরে মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে ভাতার কার্ড তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, মিরাশী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার আঃ ছামাদ আজাদ, সাটিয়াজুরী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনিস আলী, প্রিন্সিপাল আবু নাসের, আওয়ামীলীগ নেতা কাউছার আহাম্মদ বাহার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল প্রমুখ।
Share on Facebook
Leave a Reply